চোটের জন্য দলীপ ট্রফিতে খেলা হচ্ছে না আকাশ দীপের। পূর্বাঞ্চলের দল যখন আগে ঘোষণা করেছিল ভারতীয় বোর্ড, তখন মহম্মদ শামি ও মুকেশ কুমারের পাশাপাশি রাখা হয়েছিল আকাশ দীপের নাম। কিন্তু ইংল্যান্ড সফরের শেষ ম্যাচে বল করতে গিয়ে চোট পান আকাশ। দলীপে যে তিনি অনিশ্চিত তা আনন্দবাজারেই প্রথম প্রকাশিত হয়েছিল।
অভিমন্যু ঈশ্বরনও ওভাল টেস্টের শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন। কিন্তু তাঁর খেলতে অসুবিধে নেই। দলের সহ-অধিনায়ক হিসেবে খেলবেন তিনি।
ঘোষিত দল: ঈশান কিষন (অধিনায়ক ও উইকেটকিপার), অভিমন্যু ঈশ্বরন (সহ-অধিনায়ক), সন্দীপ পট্টনায়ক, বিরাট সিংহ, ডেনিশ দাস, শ্রীদম পাল, শরনদীপ সিংহ, কুমার কুশাগ্র (উইকেটকিপার), রিয়ান পরাগ, উৎকর্ষ সিংহ, মণীশি, সূরজ সিন্ধ জায়সওয়াল, মুকেশ কুমার, মহম্মদ শামি, মুখতার হুসেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)