বিশ্বকাপে বাংলাদেশ-বিতর্ক এখনও থামার নাম নেই। ইতিমধ্যেই বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। এ বার বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, সে দেশের অন্তত ১৫০ জন সাংবাদিককে বিশ্বকাপের ম্যাচে থাকার অনুমতি দেয়নি আইসিসি। অর্থাৎ, তাঁদের কার্ড বাতিল করা হয়েছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘ডেলি স্টার’ জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন তাদের জানিয়েছেন, ১৩০ থেকে ১৫০ জন বাংলাদেশি সাংবাদিক বিশ্বকাপের ম্যাচে থাকার অনুমতি চেয়েছিলেন। তাঁদের অনুমতি দেওয়া হয়নি।
আমজাদ বলেন, “আমি যত দূর জানি, বাংলাদেশি সাংবাদিকদের অনুমতির আবেদন খারিজ করা হয়েছে। এ বছর ১৩০ থেকে ১৫০ জন সাংবাদিক আবেদন করেছিলেন। কেউ অনুমতি পাননি।”
রিপোর্টে আরও দাবি করা হয়েছে, যে সাংবাদিকদের আগে অনুমতি দেওয়া হয়েছিল, তাঁদের অনুমতিও বাতিল করা হয়েছে। মীর ফরিদ নামের এক সাংবাদিক বলেন, “আইসিসি গত ২০ জানুয়ারি ইমেল মারফত আমাকে অনুমতি দিয়েছিল। সেখানে ভিসা সংক্রান্ত অনুমতিও ছিল। কিন্তু ২৬ জানুয়ারি, আরও একটা ইমেল করে সেই অনুমতি বাতিল করা হয়েছে।”
আরও পড়ুন:
আইসিসির পূর্ণ ও সহযোগী সদস্য দেশের মধ্যে যারা বিশ্বকাপ বা অন্য আইসিসি প্রতিযোগিতায় খেলার সুযোগ পায় না, সেই সব দেশের সাংবাদিকদেরও বিশ্বকাপের ম্যাচে থাকার অনুমতি দেয় আইসিসি। ফুটবল বিশ্বকাপের ক্ষেত্রে ফিফাও সেই নিয়ম মেনে চলে। কিন্তু এ বার বাংলাদেশের সাংবাদিকদের ক্ষেত্রে আইসিসি তা মানেনি বলে সে দেশের সাংবাদিকেরা অভিযোগ করেছেন।
১৯৯৯ সাল থেকে আইসিসি প্রতিযোগিতায় খেলছে বাংলাদেশ। কিন্তু সেখানকার সাংবাদিকেরা আরও আগে থেকে বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় থেকেছেন। ১৯৯৬ সালের বিশ্বকাপ থেকে প্রতিটি আইসিসি প্রতিযোগিতায় গিয়েছেন আরিফুর রহমান বাবু। তাঁকেও এ বার অনুমতি দেওয়া হয়নি। আরিফুর বলেন, “যদি দল না-ও খেলে তা হলেও আইসিসির পূর্ণ সদস্য ও সহযোগী সদস্য দেশের সাংবাদিকদের অনুমতি দেওয়া হয়। কেন আমাদের অনুমতি দেওয়া হল না, সেটাই বুঝতে পারছি না। আমি অবাক হচ্ছি। এই সিদ্ধান্তের প্রতিবাদ করছি।”
বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের সভাপতি আরিফুর। তিনি জানিয়েছেন, বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করবেন তাঁরা। তবে এই অভিযোগ নিয়ে আইসিসি এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি।