Advertisement
E-Paper

বাংলাদেশের ক্রিকেটকে বাঁচান! বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরে কাতর অনুরোধ ক্রিকেটারদের, বোর্ডের পদক্ষেপে নতুন বিতর্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে সে দেশের ক্রিকেটে নতুন বিতর্ক শুরু হয়েছে। চিন্তায় পড়েছেন বাংলাদেশের ক্রিকেটারেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৩:২৯
cricket

বাংলাদেশ বোর্ডের সিদ্ধান্তে হতাশ লিটন দাসেরা। —ফাইল চিত্র।

আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-পর্ব শেষ। কিন্তু তা-ও বিতর্ক থামছে না। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর নতুন বিতর্ক শুরু হয়েছে। অপসারিত কর্তা নাজমুল ইসলামকে নিজের পদে ফিরিয়ে আনায় চিন্তায় ক্রিকেটারেরা। বাংলাদেশের ক্রিকেটকে বাঁচানোর অনুরোধ করেছেন তাঁরা।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘ডেলি স্টার’ এই খবর জানিয়েছে। নাজমুল বোর্ডে ফিরে আসায় ক্রিকেটারদের আশঙ্কা, আবার তাঁদের উপর চাপ তৈরি করা হবে। এক ক্রিকেটার বলেছেন, “আপনারা বুঝতেই পারছেন এখানে কী কী হচ্ছে।” তাঁর কথা থেকে স্পষ্ট, বোর্ডের উপর ভরসা করতে পারছেন না ক্রিকেটারেরা।

আইপিএল থেকে মুস্তাফিজ়ুর রহমানের বাদ পড়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলা জল্পনার মধ্যে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে ভারতের দালাল বলে প্রথমে বিতর্কে জড়ান নাজমুল। তার পর বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের বিসিবি ক্ষতিপূরণ দেবে কি না, এই প্রশ্নের উত্তরে নাজমুল বলেছিলেন, ‘‘ওরা গিয়ে কিছুই করতে পারে না। তা-ও আমরা ওদের জন্য কোটি কোটি টাকা খরচ করি। আমরা কি ওদের কাছে টাকা ফেরত চাই?’’ তাঁর এই মন্তব্য আগুনে ঘৃতাহুতি দেয়। প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, লিটন দাসেরা। বিসিবির অর্থ কমিটির প্রধানের অপসারণের দাবি তোলেন ক্রিকেটারেরা। না হলে বিপিএল-সহ সব ধরনের ক্রিকেট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’। বিসিবিকে সময়সীমাও বেঁধে দেন ক্ষুব্ধ ক্রিকেটারেরা।

চাপের মুখে গত ১৫ জানুয়ারি নাজমুলকে সব পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। সে দিন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেছিলেন, ‘‘প্রতিষ্ঠানের সর্বোত্তম স্বার্থ এবং সুষ্ঠু ভাবে প্রশাসন পরিচালনার স্বার্থে নাজমুলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

অথচ বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হতেই অপসারিত নাজমুলকে আবার পদে ফিরিয়ে আনল বিসিবি। শুধু তাই নয়, ফিরিয়ে দেওয়া হল অর্থ কমিটির প্রধানের পদ-সহ সব দায়িত্বও। স্বভাবতই বিসিবি কর্তাদের এই সিদ্ধান্ত নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সুষ্ঠু ভাবে বিপিএল শেষ করার স্বার্থেই কি অপসারিত করা হয়েছিল তাঁকে? সব মিটে যেতেই ক্রিকেটারদের দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেলেন আমিনুলেরা? ক্রিকেটারদের সঙ্গে প্রতারণা করলেন তাঁরা? বিসিবি নাজমুলকে পুরনো পদে ফিরিয়ে নেওয়ায় বিস্মিত বাংলাদেশের ক্রিকেটমহলের একাংশ।

উল্লেখ্য, শনিবার বিসিবির বোর্ডের বৈঠকে নাজমুলকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এই খবর জানান। তার পরেই আবার নতুন বিতর্ক শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেটে।

ICC T20 World Cup 2026 Bangladesh Cricket Board
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy