মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে আত্মসমর্পণের পরে ভারতীয় শিবিরে কি ফাটলের ইঙ্গিত? শনিবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, ম্যাচের পরে কোচ গৌতম গম্ভীর উত্তপ্ত ভঙ্গিতে কথা বলছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমারযাদবের সঙ্গে। কী বলছেন গম্ভীর, তা বোঝা না গেলেও তিনি যে দলের ব্যাটিং ব্যর্থতায় একেবারেই খুশি নন, তা স্পষ্ট বোঝা গিয়েছে।
রবিবার হোবার্টে ভারতের ফিরে আসার লড়াই। মেলবোর্নে হারের পরে সূর্যরা এখন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে পিছিয়ে ০-১। হোবার্টে তাই বড় পরীক্ষার মুখে সূর্যের ভারত।
শনিবার ভারত মেলবোর্নে প্রথমে ব্যাট করে তোলে ১২৫। অভিষেক শর্মা (৬৮) ও হর্ষিত রানা (৩৫) ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যানই দু’অঙ্কের ঘরে পৌঁছননি। জবাবে মাত্র ছয় উইকেটহারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছয় ভারত। দলের এই হারের পরেই নিজেকে সংযত রাখতে পারেননি গম্ভীর।
সেই ভিডিয়োয় দেখা গিয়েছে শুধু গম্ভীর ও সূর্য নন, বোলিং কোচ মর্নি মর্কেল ও সহকারী কোচ রায়ান টেন দুশখাতেও উপস্থিত রয়েছেন। গম্ভীরের প্রশ্নের উত্তরে সূর্যকে দেখা গিয়েছে শান্তভাবে জবাব দিতে।
মেলবোর্নে ১৩ রানে তিন উইকেট নিয়ে ভারতকে ভেঙেছিলেন জশ হেজ়্লউড। এই পেসারকে অবশ্য সিরিজ়ের শেষ তিনটে ম্যাচে পাচ্ছে না অস্ট্রেলিয়া। অ্যাশেজ সিরিজ়ের প্রস্তুতির জন্য আর টি-টোয়েন্টি খেলবেন না হেজ়্লউড। কিন্তু তিনি না খেললেও অস্ট্রেলিয়া দলে ফিরে আসছেন এক বিস্ফোরক ব্যাটসম্যান। তিনি গ্লেন ম্যাক্সওয়েল। ফলে ভারতীয় বোলারদের সামনে এক নতুনপরীক্ষা রবিবার।
তবে হেজ়লউড না খেলায় ভারতীয় ব্যাটসম্যানরা যে স্বস্তি পাবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। দ্বিতীয় ম্যাচের পরে অভিষেক শর্মা তো মন্তব্য করেই বসেন, ‘‘হেজ়লউড না খেললে সেটা অবশ্যই একটাস্বস্তি হবে।’’
মেলবোর্নে হর্ষিত রানাকে নিয়ে জুটি গড়লেও পরের দিকে বেশি বল খেলার সুযোগ পাননি অভিষেক। যা নিয়ে ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানের মন্তব্য, ওই জায়গায় কৌশলগতভুল হয়ে গিয়েছে। পাঠান পরিসংখ্যান দিয়ে বুঝিয়েছেন, ইনিংসে ওপেন করতে নেমে অভিষেক যেখানে ১৯তম ওভার পর্যন্ত মোট ৩৭ বল খেলেছেন, সেখানে হর্ষিত রানা পাওয়ারপ্লে-র পরে নেমে ৩৩ বল খেলেছেন। দু’জনের মধ্যে ৪৭ বলে ৫৬ রানের জুটি হয়। সেখানে অভিষেক মাত্র ১৪ বল খেলার সুযোগ পান। করেন ১৮ রান।
রবিবার: অস্ট্রেলিয়া বনাম ভারত, তৃতীয় টি-টোয়েন্টি, দুপুর ১.৪৫ থেকে, স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)