Advertisement
১৮ এপ্রিল ২০২৪
arjun tendulkar

অভিষেক ম্যাচেই শতরান অর্জুনের, স্পর্শ করলেন বাবা সচিনের নজির

১৯৮৮ সালে রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটে শতরান করেছিলেন সচিন। ৩৪ বছর পর সেই নজির স্পর্শ করলেন পুত্র অর্জুন। গোয়ার হয়ে রাজস্থানের বিরুদ্ধে শতরানের ইনিংস খেললেন।

রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচেই গোয়ার হয়ে শতরান করলেন অর্জুন। স্পর্শ করলেন বাবা সচিনের কীর্তি।

রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচেই গোয়ার হয়ে শতরান করলেন অর্জুন। স্পর্শ করলেন বাবা সচিনের কীর্তি। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ১৭:১৯
Share: Save:

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচেই শতরান করলেন এক বাঁহাতি অলরাউন্ডার। একই সঙ্গে ছুঁয়ে ফেললেন নিজের বিখ্যাত বাবার কৃতিত্বও। রঞ্জি ট্রফিতে গোয়ার হয়ে শতরানকারী ক্রিকেটারের নাম অর্জুন তেন্ডুলকর।

অলরাউন্ডার হলেও ভারতীয় ক্রিকেট সচিন তেন্ডুলকরের ছেলেকে চেনে মূলত জোরে বোলার হিসাবেই। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই শতরান করলেন সেই অর্জুন। ২৩ বছরের অলরাউন্ডার গোয়ার হয়ে সাত নম্বরে ব্যাট করতে নামেন রাজস্থানের বিরুদ্ধে। খেললেন শতরানের দায়িত্বশীল ইনিংস। ব্যাট থেকে এসেছে ১২০ রান। ২০৭ বলের ইনিংসে রয়েছে ১৬টি চার এবং ২টি ছয়। ১৭৭ বলে শতরান পূর্ণ করেন অর্জুন। ষষ্ঠ উইকেটের জুটিতে সুয়শ প্রভুদেশাইয়ের সঙ্গে যোগ করেছেন ২২১ রান। কমলেশ নাগরকোটির বলেই তাঁর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সচিন-পুত্র। অর্জুন ব্যাট করতে নামার সময় গোয়ার রান ছিল ৫ উইকেটে ২০১। তিন নম্বরে ব্যাট করতে নামা প্রভুদেশাই খেললেন দ্বিশতরানের ইনিংস। আউট হলেন ২১২ রান করে।

মুম্বই রঞ্জি দলে খেলার তেমন সুযোগ না পাওয়া চলতি মরসুমে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন ২৩ বছরের বাঁহাতি অলরাউন্ডার। গোয়ার হয়ে বিজয় হজারে এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও খেলেছেন তিনি। দু’টি প্রতিযোগিতায় তিনটি ইনিংসে ব্যাট করেছেন। প্রতি ক্ষেত্রেই অপরাজিত থেকেছেন তিনি। রান করেছেন যথাক্রমে ২, ৯ এবং ১৪। বল হাতে আটটি উইকেট নিয়েছেন সাদা বলের ক্রিকেটে। সেরা বোলিং বিহারের বিরুদ্ধে ৩২ রানে ২ উইকেট।

প্রায় ৩৪ বছর আগে রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম শতরান করেছিলেন সচিন। ১৯৮৮ সালের ১১ ডিসেম্বর মুম্বইয়ের হয়ে রঞ্জি অভিষেকে গুজরাতের বিরুদ্ধে শতরান করেছিলেন সচিন। তিনি রঞ্জি ছাড়াও দলীপ এবং দেওধর ট্রফির অভিষেক ম্যাচেও শতরান করেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE