Advertisement
১৯ এপ্রিল ২০২৪
joe root

Ashes 2021-22: ৮৬ রানে অপরাজিত, ১৯ বছরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট

অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে রুট ৮৬ রানে উইকেটে রয়েছেন। এই বছর টেস্টে তাঁর মোট রান হল ১৫৪১।

শুক্রবার জো রুট।

শুক্রবার জো রুট। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ১৫:৪৭
Share: Save:

শুধু ইংল্যান্ডকে ম্যাচে ফেরানোই নয়, সে দেশের ক্রিকেটে ১৯ বছরের একটি রেকর্ডও ভেঙে দিলেন জো রুট।

ইংল্যান্ডের ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বছরে সবথেকে বেশি রান করার রেকর্ড করে ফেললেন তিনি। ভাঙলেন ২০০২ সালে মাইকেল ভনের রেকর্ড।

অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে রুট ৮৬ রানে উইকেটে রয়েছেন। এই বছর টেস্টে তাঁর মোট রান হল ১৫৪১। ভন ২০০২ সালে ১৪৮১ রান করেছিলেন। রুট এর আগেও এক ক্যালেন্ডার বছরে ১৪০০-র উপর রান করেছিলেন। কিন্তু ভনের রেকর্ড ভাঙতে পারেননি। ২০১৬ সালে তিনি ১৪৭৭ রান করেছিলেন। তার আগের বছর ১৩৮৫ রান করেছিলেন তিনি।

২০১৬ সালে জনি বেয়ারস্টো এক বার ভনের রেকর্ড ভাঙার কাছাকাছি পৌঁছেছিলেন। সেই বছর ১৪৭০ রান করেছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE