চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক গান প্রকাশিত হল। পাকিস্তানের সঙ্গীত শিল্পী আতিফ আসলাম ‘জিতো বাজি খেল কে’ শীর্ষক গানটি গেয়েছেন। শুক্রবার গানটির ভিডিয়ো অ্যালবাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গানে রয়েছে ক্রিকেটীয় উন্মাদনার আঁচ।
১৯৯৬ সালের বিশ্বকাপের ২৯ বছর পর পাকিস্তানে আয়োজিত হতে চলেছে বিশ্বমানের কোনও ক্রিকেট প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর ১২ দিন। এক দিনের ক্রিকেটে বিশ্বের সেরা আটটি দলের প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা ক্রমশ বাড়ছে পাকিস্তানে। সেই উন্মাদনা আরও বেড়েছে প্রতিযোগিতার অনুষ্ঠানিক গান প্রকাশ পাওয়ায়।
পাকিস্তানের সঙ্গীত শিল্পী আতিফের কণ্ঠে পূর্ণতা পেয়েছে ‘জিতো বাজি খেল কে’ (খেলে বাজিমাত কর) শীর্ষক গানটি। শুক্রবার নিজেদের ওয়েবসাইট এবং সমাজমাধ্যমে গানটি প্রকাশ করেছে আইসিসি।
গানটির প্রযোজক আবদুল্লাহ সিদ্দিকী। গীতিকার আদনান ঢুল এবং আসফান্দিয়ার আসাদ। আসলাম ছাড়াও পাকিস্তানের আরও কিছু শিল্পী রয়েছেন ভিডিয়োয়। ১ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিয়োয় পাকিস্তানের সংস্কৃতি তুলে ধরা হয়েছে। আইসিসি কর্তাদের আশা চ্যাম্পিয়ন্স ট্রফির গান জনপ্রিয় হবে এবং ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে ঘুরবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত আসলামও। তিনি বলেছেন, ‘‘ক্রিকেট আমার খুব পছন্দের খেলা। ছোটবেলায় জোরে বোলার হওয়ার স্বপ্ন দেখতাম। ক্রিকেটের প্রতি আবেগের জন্য সমর্থকদের উন্মাদনা, উচ্ছ্বাস, অনুভূতিগুলি বুঝতে পারি। ভারত-পাকিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতাম। চ্যাম্পিয়ন্স ট্রফির অংশ হতে পেরে গর্বিত।’’
আরও পড়ুন:
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে হাইব্রিড মডেলে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতীয় দলের ম্যাচগুলি হতে দুবাইয়ে। বাকি সব ম্যাচ হবে পাকিস্তানের মাটিতে। করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে হবে ম্যাচগুলি। ভারতের প্রথম খেলা ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে।