পার্থে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে ভারত। অর্থাৎ, অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য হওয়ার কথা ছিল ১৩৭ রান। কিন্তু ভারতের ইনিংসের পর দেখা যায় অস্ট্রেলিয়ার লক্ষ্য ১৩৭ রান থেকে কমে ১৩১ রান হয়েছে। প্রথম ইনিংসে চার বার বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে। ফলে ওভার ৫০ থেকে কমে হয় ২৬। ডাকওয়ার্থ-লুইস নিয়মে বদলে গিয়েছে অস্ট্রেলিয়ার লক্ষ্য।
বৃষ্টির কারণে কোনও ম্যাচে ব্যাঘাত ঘটলে, অর্থাৎ, ওভার কমে গেলে ডাকওয়ার্থ-লুইস নিয়ম কাজে লাগানো হয়। সেই নিয়মে ঠিক হয় লক্ষ্য কী হবে। এই নিয়মে দু’টি ফল হতে পারে। কোনও দল শুরুতে যা রান করেছে, প্রতিপক্ষের সামনে লক্ষ্য তার থেকে বেশি হতে পারে। আবার প্রতিপক্ষের লক্ষ্য কমেও যেতে পারে। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে দ্বিতীয় ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:
পার্থে প্রথমে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারায় ভারত। টপ অর্ডারের তিন ব্যাটার রোহিত শর্মা, বিরাট কোহলি ও শুভমন গিল তাড়াতাড়ি আউট হন। প্রথম বার খেলা বন্ধ হওয়ার সময় ভারত ২ উইকেট হারিয়েছিল। দ্বিতীয় বার খেলা বন্ধ হওয়ার সময় ৪ উইকেট পড়ে গিয়েছিল শুভমনদের। যেহেতু ভারতের উইকেট পড়ে গিয়েছিল, তাই ডাকওয়ার্থ-লুইস নিয়মে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য কমে গিয়েছে। যদি ভারতের একই রানে উইকেট না পড়ত তা হলে লক্ষ্য বাড়ত। অর্থাৎ, উইকেট হারানোর খেসারত দিতে হল শুভমনদের।