টেস্ট বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের বেশির ভাগ সময়ে আধিপত্য দেখিয়েও হারতে হয়েছে তাদের। এর পরেই অস্ট্রেলীয় দলে বদলের ভাবনা শুরু হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের আগে একাধিক বদল হতে পারে।
শোনা যাচ্ছে, বাদ পড়তে পারেন মার্নাস লাবুশেন। ফাইনালে সাফল্য পাননি তিনি। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের ইঙ্গিত, ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়েই তাঁকে বাদ দেওয়া হতে পারে। উল্লেখ্য, ফাইনালে লাবুশেনকে ওপেন করতে পাঠানো হয়েছিল, যাতে তিনে ক্যামেরন গ্রিনকে নামানো যায়। তবে লাবুশেন রান পাননি।
ম্যাকডোনাল্ড বলেছেন, “এই টেস্টের আগে একটা বড় সিদ্ধান্ত নিয়েছিলাম। দু’সপ্তাহ আগে আমি নিজেই সিদ্ধান্তের কথা জানিয়েছিলাম।” তাঁর সংযোজন, “সব ক্রিকেটারকেই কোনও না কোনও সময় বাদ পড়তে হয়। ফাইনালের আগে মার্নাস ঠিকঠাক প্রস্তুতি নিয়েছে। কঠোর পরিশ্রম করেছে। কিন্তু প্রত্যাশামাফিক খেলতে পারেনি। আমি জানি ও হতাশ।”
লাবুশেনের জায়গায় ফিরতে পারেন স্যাম কনস্টাস। ভারতের বিরুদ্ধে সিরিজ়ে অভিষেক হয়েছিল তাঁর। কনস্টাসের পক্ষে মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার মার্ক টেলর। বলেছেন, “দু’বছর আগে ওয়ার্নার অবসর নিয়েছে। এখনও ওর বিকল্প খুঁজে বার করতে পারলাম না। আসলে অস্ট্রেলিয়া সে ভাবে চেষ্টাই করেনি। শ্রীলঙ্কায় গিয়ে ট্রেভিস হেড ওপেন করেছে। মেলবোর্নে অভিষেক দুর্দান্ত ৬০ রান করে অভিষেক হওয়ার পরেও কনস্টাসকে বাদ পড়তে হল। আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে কনস্টাসকে ফেরানো দরকার।”
আরও পড়ুন:
এ দিকে, ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের জন্য দলে ডাকা হয়েছে শন অ্যাবটকে। ব্রেন্ডান ডাকেট চোট পাওয়ায় তাঁর জায়গায় দলে এসেছেন অ্যাবট। দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে খেললেও লাল বলের ক্রিকেটে অভিষেক হয়নি ২৮ বছরের অ্যাবটের। এখন দেখার, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাঁর স্বপ্ন পূরণ হয় কি না।