Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Australia vs Pakistan 2022

Australia vs Pakistan 2022: রাওয়ালপিণ্ডির পিচ নিয়ে অসন্তুষ্ট পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক, ব্যবস্থা নেবে আইসিসি?

পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও। তিনি বলেন, ‘‘রাওয়ালপিণ্ডির সাধারণ পিচ এটা নয়। ওরা এটা পরিষ্কার করে দিয়েছে যে, আমাদের পেস আক্রমণকে ভয় পেয়েই এমন করেছে।’’ চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথ এই পিচকে মৃত বলে ঘোষণা করেন।

ম্যাচ শুরুর আগে পিচ দেখছিলেন বাবর আজম।

ম্যাচ শুরুর আগে পিচ দেখছিলেন বাবর আজম। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০২২ ১০:৩৯
Share: Save:

২৮ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে এসেছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে তাদের জন্য যে পিচের ব্যবস্থা ছিল তা নিয়ে খুশি হতে পারছেন না কোনও ক্রিকেটপ্রেমীই। পাঁচ দিনে দুই দল মিলে তুলল ১,১৮৭ রান। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি মনে করছেন, তাঁর দেশ হারতে চায়নি, সেই কারণেই এমন পিচ বানিয়েছে।

প্রথম ইনিংসে ব্যাট করে ৪৭৬ রান তোলে পাকিস্তান। পাল্টা অস্ট্রেলিয়া তোলে ৪৫৯। তখনই বোঝা গিয়েছিল যে এই ম্যাচ ড্র হতে চলেছে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ২৫২ রান তোলে। দুই ইনিংসেই শতরান করেন ইমাম উল হক। পিচে বোলারদের জন্য প্রায় কিছুই ছিল না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আফ্রিদি বলেন, ‘‘ওরা অস্ট্রেলিয়ার কথা ভাবেনি। ওরা শুধু ভেবেছে, ‘এই ম্যাচ হারা চলবে না।’ পরের দুই টেস্ট লাহোর এবং করাচিতে। সেখানে ভাল পিচ তৈরি করতে হবে। ঘরের মাঠে খেলার সুবিধা নিতে হবে। না হলে যখন অস্ট্রেলিয়া যাবে, তখন খুব সমস্যায় পড়তে হবে।’’

পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও। তিনি বলেন, ‘‘রাওয়ালপিণ্ডির সাধারণ পিচ এটা নয়। ওরা এটা পরিষ্কার করে দিয়েছে যে, আমাদের পেস আক্রমণকে ভয় পেয়েই এমন করেছে।’’ চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথ এই পিচকে মৃত বলে ঘোষণা করেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড যদিও মনে করছে, আইসিসি রাওয়ালপিণ্ডি পিচ নিয়ে কোনও ব্যবস্থা নেবে না। তবে ম্যাচ রেফারি রঞ্জন মদুগলে এই পিচ টেস্টের উপযুক্ত নয় বলে অভিযোগ করতে পারেন বলে মনে করা হচ্ছে। পিসিবি সূত্রে তেমনটা মনে করা হচ্ছে না। পিসিবি সূত্রে বলা হয়েছে, ‘‘আইসিসি তখনই ব্যবস্থা নেয়, যখন টেস্ট ক্রিকেট খেলা অসম্ভব হয়ে ওঠে।’’

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডার্সের পিচকে খারাপ বলা হয়েছিল। সেখানে ব্যাটারদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেই পিচ। পাকিস্তানের সংবাদমাধ্যম মনে করছে, রাওয়ালপিণ্ডি পিচ নিয়ে আইসিসি ভাবনা চিন্তা করতেই পারে, কারণ প্রথম চার দিনে মাত্র ১১টি উইকেট পড়েছিল। ম্যাচ রেফারি যদি এই পিচকে খারাপ তকমা দেন তা হলে এই ক্রিকেট স্টেডিয়াম তিনটি ডিমেরিট পয়েন্ট পাবে। পাঁচ বছরের মধ্যে কোনও স্টেডিয়াম যদি পাঁচটি ডিমেরিট পয়েন্ট পায় তা হলে ১২ মাসের জন্য সেই স্টেডিয়াম কোনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE