Advertisement
২৫ এপ্রিল ২০২৪
test cricket

এই প্রথম নয়, দু’দিনে টেস্ট শেষ হয়েছে ২৪ বার, কোহলিরা জিতেছিলেন মাত্র দু’বছর আগে

প্রথম বার দু’দিনে টেস্ট শেষ হয়েছিল ১৮৮২ সালে। ওভালে সে বার অস্ট্রেলিয়া হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। মোট ন’বার দু’দিনে টেস্ট জিতল অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডকে ঘরের মাঠে দু'দিনে টেস্ট হারিয়েছিলেন বিরাট কোহলিরা।

ইংল্যান্ডকে ঘরের মাঠে দু'দিনে টেস্ট হারিয়েছিলেন বিরাট কোহলিরা। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১৫:৫৭
Share: Save:

দক্ষিণ আফ্রিকাকে ব্রিসবেনে দু’দিনে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। ৩৪টি উইকেট চলে যায় দু’দিনে। সবুজ পিচে ৩০টি উইকেট তুলে নেন পেসাররা। দু’দিনে শেষ হয়ে যাওয়া টেস্ট যদিও এই প্রথম নয়। আগেও ২৩ বার এমন ঘটনা ঘটেছে। ইংল্যান্ড সব থেকে বেশি বার দু’দিনে টেস্ট জিতেছে। ভারত জিতেছে দু’বার।

প্রথম বার দু’দিনে টেস্ট শেষ হয়েছিল ১৮৮২ সালে। ওভালে সে বার অস্ট্রেলিয়া হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। মোট ন’বার দু’দিনে টেস্ট জিতল অস্ট্রেলিয়া। লর্ডস, শারজার মতো বিদেশের মাটিতে বিপক্ষকে দু’দিনে টেস্ট হারানোর কৃতিত্ব রয়েছে তাদের। কিন্তু দু’দিনে টেস্ট জেতার সব থেকে বেশি কৃতিত্ব এর আগে ছিল ইংরেজদের। তারা ন’বার দু’দিনে টেস্ট জিতেছিল। অস্ট্রেলিয়া সেই তালিকায় ইংল্যান্ডকে ছুঁয়ে ফেলল রবিবার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন বার দু’দিনে টেস্ট হেরেছিল ইংল্যান্ড। জিতেছিলও তিন বার।

ভারত দু’দিনে টেস্ট জিতেছিল আফগানিস্তান এবং ইংল্যান্ডের বিরুদ্ধে। ঘরের মাঠেই দু’বার দু’দিনে টেস্ট জিতেছিলেন বিরাট কোহলিরা। বেঙ্গালুরুতে ২০১৮ সালে আফগানিস্তানকে দু’দিনে হারিয়ে দিয়েছিলেন তাঁরা। গত বছর ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডকে মোতেরায় হারিয়ে দেয় ভারত। পরের মাসে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দু’দিনে হেরেছিল আফগানিস্তান। ২১ মাসের মধ্যেই আবার দু’দিনে শেষ টেস্ট।

দু’দিনে টেস্ট জিতে নেওয়ার কৃতিত্ব রয়েছে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং নিউ জ়িল্যান্ডেরও। দক্ষিণ আফ্রিকা দু’বার এবং নিউ জ়িল্যান্ড এক বার দু’দিনে টেস্ট জিতেছিল। দক্ষিণ আফ্রিকা দু’বারই হারিয়েছিল জ়িম্বাবোয়েকে। নিউ জ়িল্যান্ডও হারিয়েছিল তাদেরই। মোট চার বার দু’দিনে টেস্ট হেরেছে জ়িম্বাবোয়ে। তবে সব থেকে বেশি বার দু’দিনে টেস্ট হারার রেকর্ডটা দক্ষিণ আফ্রিকারই। মোট ছ’বার দু’দিনে টেস্ট হেরেছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE