Advertisement
E-Paper

ব্যাটে নয়, ফিল্ডিংয়ে নজির স্মিথের, টপকে গেলেন পন্টিংকে, ভাঙতে পারেন দ্রাবিড়ের রেকর্ড

শ্রীলঙ্কার বিরুদ্ধে স্মিথ নজির গড়লেন ফিল্ডিংয়ে। অস্ট্রেলিয়ার ফিল্ডারদের (উইকেটরক্ষক বাদে) মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড গড়লেন তিনি। টপকে গেলেন রিকি পন্টিংকে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৪
Steve Smith

স্টিভ স্মিথ। —ফাইল চিত্র।

স্টিভ স্মিথ মানেই ব্যাট হাতে একের পর এক নজির। আগের ম্যাচেই তিনি টেস্টে ১০ হাজার রানের গণ্ডি পার করেছিলেন। এ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে স্মিথ নজির গড়লেন ফিল্ডিংয়ে। অস্ট্রেলিয়ার ফিল্ডারদের (উইকেটরক্ষক বাদে) মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড গড়লেন তিনি। টপকে গেলেন রিকি পন্টিংকে।

২০১০ সালে টেস্ট অভিষেক হয় স্মিথের। ১৫ বছরে ২০০টি ক্যাচ ধরেছেন তিনি টেস্টে। রিকি পন্টিং ধরেছিলেন ১৯৬টি ক্যাচ। তৃতীয় স্থানে থাকা মার্ক ওয় ধরেছিলেন ১৮১টি ক্যাচ। মার্ক টেলর (১৫৭) এবং অ্যালান বর্ডার (১৫৬) যথাক্রমে রয়েছেন চতুর্থ এবং পঞ্চম স্থানে। অস্ট্রেলীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড এখন স্মিথের দখলে।

সারা বিশ্বে টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন রাহুল দ্রাবিড়। ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কোচ টেস্টে ২১০টি ক্যাচ ধরেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন জো রুট। তিনি ২০৭টি ক্যাচ ধরেছেন। ফলে দ্রাবিড়কে টপকে যাওয়ার সুযোগ রয়েছে রুটের। মাহেলা জয়বর্ধনে ধরেছিলেন ২০৫টি ক্যাচ। তিনি তৃতীয় স্থানে রয়েছেন। জ্যাক ক্যালিস টেস্টে ২০০টি ক্যাচ ধরেছিলেন। স্টিভ স্মিথ তাঁর সঙ্গে যুগ্ম ভাবে চতুর্থ স্থানে রয়েছেন। স্মিথ এবং রুটের কাছে সুযোগ রয়েছে দ্রাবিড়ের রেকর্ড ভেঙে দেওয়ার। বাকি সকলেই অবসর নিয়েছেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও জয় পেল অস্ট্রেলিয়া। গলে ৯ উইকেটে জিতলেন স্মিথেরা। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৭৫ রান। ট্রেভিস হেডের উইকেট হারিয়ে জয় তুলে নিলেন সফরকারীরা। দু’টেস্টের সিরিজ়ে ২-০ ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া। ১৪ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ় জিতল তারা।

Steve Smith Ricky Ponting australia cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy