Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Steve Smith

দুরন্ত শতরান গ্রিনের, নিয়ম বদল চান স্মিথ 

প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ২৭৯। শতরান করে গ্রিন জানিয়েছেন, টেস্ট ক্রিকেটে আরও বেশি সুযোগ পেতে চান তিনি। বলেছেন, ‘‘নিয়মিত সুযোগ পেলে উন্নতি করব।’’

Steve Smith

ক্ষোভ: বাউন্সারের নিয়ম নিয়ে অসন্তোষ স্মিথের।  — ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৪ ০৮:২৩
Share: Save:

বৃহস্পতিবার থেকে ওয়েলিংটনে শুরু হয়েছে নিউ জ়িল‌্যান্ড বনাম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট। প্রথম দিনই শতরান করেছেন ক্যামেরন গ্রিন। ১৫৫ বলে ১০৩ রানে ক্রিজ়ে রয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান মিচেল মার্শের (৪০)। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ২৭৯। শতরান করে গ্রিন জানিয়েছেন, টেস্ট ক্রিকেটে আরও বেশি সুযোগ পেতে চান তিনি। বলেছেন, ‘‘নিয়মিত সুযোগ পেলে উন্নতি করব।’’

অন‌্য দিকে অস্ট্রেলিয়ার ব‌্যাটসম‌্যান স্টিভ স্মিথ চান লেগস্টাম্পের বাইরে ক্রমাগত খাটো লেংথের বল দেওয়ার নিয়ম পরিবর্তন করা হোক। তিনি ক্রিজ়ে এলেই লেগস্টাম্পের বাইরে একের পর এক বাউন্সার দিয়ে বিভ্রান্ত করার পরিকল্পনা নেন বিপক্ষ অধিনায়কেরা।

শেষ বার অস্ট্রেলিয়া সফরে ভারতীয় পেসাররাও স্মিথের লেগস্টাম্পে ফিল্ডিং সাজিয়ে তাঁকে খাটো লেংথের বল করে বিভ্রান্ত করেছিলেন। সেই নিয়ম নিয়ে স্মিথ বলছিলেন, ‘‘লেগস্টাম্পে ফিল্ডিং সাজিয়ে যদি কোনও ব‌্যাটসম‌্যানকে ক্রমাগত বাউন্সার অথবা খাটো লেংথের বল করা হয়, তবে তাঁর কিছুই করার থাকে না। এটা নেতিবাচক ক্রিকেট।” যোগ করেন, ‘‘এ ধরনের বোলিংয়ের নিয়মে পরিবর্তন দরকার। প্রয়োজনে ওয়াইড ডাকা হোক এ ধরনের দু’টি বল করার পরে।’’

স্মিথ এখানেই থামেননি। আরও বলেছেন, ‘‘বাঁ-হাতি স্পিনারও যখন ওভার দ্য উইকেট থেকে লেগস্টাম্পের বাইরে ক্রমাগত বল করে যায়, তাকেও সতর্ক করা উচিত। তাতে ক্রিকেটেরই উন্নতি হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Steve Smith Cricket Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE