Advertisement
০২ মে ২০২৪
David Warner

Australia vs Pakistan 2022: আইপিএল-এর সময় পাকিস্তান সফরে নেই ম্যাক্সওয়েল, কামিন্স, ওয়ার্নাররা

আইপিএল-এ দল না পাওয়া অ্যারন ফিঞ্চের নেতৃত্বে টেস্ট সিরিজে থাকা ক্রিকেটারদের মধ্যে খেলবেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, অ্যালেক্স ক্যারি এবং ক্যামরন গ্রিন। এঁদের কেউই আইপিএল-এর কোনও দলে নেই। অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি বলেন, “আমরা প্রতিভাবান একটা দল বেছে নিয়েছি যারা বিভিন্ন কঠিন পরিস্থিতি সামলাতে পারে।”

—ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ২০:২১
Share: Save:

পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজে খেলবেন না প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নাররা। আইপিএল খেলবেন বলেই পাকিস্তানের বিরুদ্ধে সাদা বলের সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন কি না তা স্পষ্ট নয়। আইপিএল শুরু হতে পারে ২৭ মার্চ।

১৯৯৮ সালের পর প্রথম বার পাকিস্তানে সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। রাওয়ালপিণ্ডি, করাচি এবং লখনউয়ে তিনটি টেস্ট খেলবে দুই দল। সেই সিরিজে খেলবেন কামিন্সরা। প্রথম টেস্ট শুরু ৪ মার্চ। টেস্ট সিরিজ চলবে ২৫ মার্চ পর্যন্ত। তার পর এক দিনের সিরিজ শুরু হবে ২৯ মার্চ থেকে। সেই দলে নেই কামিন্সরা।

আইপিএল-এ দল না পাওয়া অ্যারন ফিঞ্চের নেতৃত্বে টেস্ট সিরিজে থাকা ক্রিকেটারদের মধ্যে খেলবেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, অ্যালেক্স ক্যারি এবং ক্যামরন গ্রিন। এঁদের কেউই আইপিএল-এর কোনও দলে নেই। অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি বলেন, “আমরা প্রতিভাবান একটা দল বেছে নিয়েছি যারা বিভিন্ন কঠিন পরিস্থিতি সামলাতে পারে।”

পাকিস্তানের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ায়। ৫ ফেব্রুয়ারি হবে ওই একটি টি-টোয়েন্টি ম্যাচ।

সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দল: অ্যারন ফিঞ্চ, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগর, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, যশ ইংলিশ, মার্নাস লাবুশানে, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস এবং অ্যাডাম জাম্পা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE