Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Shaheen Afridi

PSL: বোলার শাহিন ব্যাট হাতে সত্যিই হয়ে উঠলেন আফ্রিদি

শেয পর্যন্ত ২০ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন শাহিন। দু’টি চার ও চারটি ছক্কা মারেন তিনি। তাঁর ব্যাটিং দেখে টুইট করে প্রশংসা করেন পাকিস্তান ক্রিকেটে ‘বুম বুম’ নামে পরিচিত শাহিদ আফ্রিদি। সত্যি শাহিনকে দেখে মনে হচ্ছিল, তিনি নন, ব্যাট হাতে আর এক আফ্রিদি খেলতে নেমেছেন।

ব্যাট হাতে চমক অন্য আফ্রিদির

ব্যাট হাতে চমক অন্য আফ্রিদির ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩৪
Share: Save:

জয়ের জন্য শেষ ওভারে দরকার ২৪ রান। ৮ উইকেট পড়ে গিয়েছে। দর্শকরা ভাবছেন পেশোয়ার জালমির জয় শুধু সময়ের অপেক্ষা। ঠিক তখনই নায়কের ভূমিকায় শাহিন শাহ আফ্রিদি। না বল হাতে নয়, বরং ব্যাট হাতে দলকে জয়ের মুখে নিয়ে গিয়েছিলেন লাহৌর কলন্দর্সের অধিনায়ক। যদিও তীরে এসে তরী ডোবে। সুপার ওভারে হারতে হয় লাহৌরকে।

পাকিস্তান সুপার লিগের ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৮ রান করে পেশোয়ার। দলের হয়ে শোয়েব মালিক সব থেকে বেশি ৩২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে সমস্যায় পড়ে লাহৌর। একমাত্র মহম্মদ হাফিজ ৪৯ রান করেন। শেষ ওভারে জিততে দরকার ২৪ রান। ব্যাট করছিলেন শাহিন। সেই ওভারে তিনি তিনটি ছক্কা ও একটি চার মারেন। একটি বল ওয়াইড হয়।

শেয পর্যন্ত ২০ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন শাহিন। দু’টি চার ও চারটি ছক্কা মারেন তিনি। তাঁর ব্যাটিং দেখে টুইট করে প্রশংসা করেন পাকিস্তান ক্রিকেটে ‘বুম বুম’ নামে পরিচিত শাহিদ আফ্রিদি। সত্যি শাহিনকে দেখে মনে হচ্ছিল, তিনি নন, ব্যাট হাতে আর এক আফ্রিদি খেলতে নেমেছেন।

লাহৌরও ১৫৮ রান করায় সুপার ওভার হয়। সেখানে লাহৌরকে মাত্র ৫ রানে আটকে রাখেন পেশোয়ারের বোলার ওয়াহাব রিয়াজ। সেই রান মাত্র দু’বলে তুলে নেন শোয়েব। ম্যাচ হারলেও শাহিনের প্রশংসা করেছেন বর্তমান ও প্রাক্তন পাক ক্রিকেটাররা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shaheen Afridi shahid afridi PSL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE