আইপিএলে দিল্লি ক্যাপিটালস আর পাচ্ছে না মিচেল স্টার্ককে। এখনও লিগে তিনটি ম্যাচ বাকি রয়েছে দিল্লির। কিন্তু সেই ম্যাচগুলি খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন স্টার্ক। এতে সমস্যায় পড়বে দিল্লি ক্যাপিটালস।
১১ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ম্যাচ খেলবেন স্টার্ক। আইপিএলের ফাইনাল তার এক সপ্তাহ আগে, ৩ জুন। সেই কারণেই আইপিএল খেলতে রাজি নন স্টার্ক। অস্ট্রেলিয়ার পেসার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে, বাকি আইপিএল খেলতে তিনি আর ভারতে আসছেন না।
পুরো আইপিএল না খেলার কারণে টাকা কাটা যাবে স্টার্কের। নিলামে তাঁকে ১১ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কিনেছিল দিল্লি। কিন্তু পুরো আইপিএল না খেলার কারণে প্রায় ৩ কোটি ৮৫ লক্ষ টাকা কাটা হতে পারে স্টার্কের।
আরও পড়ুন:
স্টার্ক এ বারের আইপিএলে দিল্লির হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। দিল্লির বোলিং বিভাগকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাই স্টার্কের না থাকা সমস্যায় ফেলতে পারে তাদের। ইতিমধ্যেই জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের পরিবর্ত হিসাবে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি। ৬ কোটি টাকা খরচ করেছে তারা। কিন্তু তাঁর ভারতে খেলতে আসা নিয়েও তৈরি হয়েছে সমস্যা। ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে সে দেশে গিয়েছেন মুস্তাফিজুর। ফলে ১৮ মে তাঁর পক্ষে দিল্লির হয়ে খেলা সম্ভব হবে না।
দিল্লি এখনও জানে না ফ্যাফ ডু’প্লেসি আইপিএল খেলতে আসবেন কি না। তবে ট্রিস্টিয়ান স্টাবস আসবেন। কিন্তু তিনি প্লে-অফ খেলবেন না। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য প্রস্তুতি নিতে লিগ পর্বের ম্যাচ খেলেই দেশে ফিরে যাবেন স্টাবস।
অস্ট্রেলিয়ার স্টার্ক ভারতে না এলেও প্যাট কামিন্স এবং ট্রেভিস হেড আসছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন তাঁরা। হায়দরাবাদ এ বারের আইপিএলে প্লে-অফে উঠতে পারবে না। তাই লিগ পর্ব খেলেই দেশে ফিরে যেতে পারবেন কামিন্সেরা।