বৃহস্পতিবার রাতে এস্প্যানিয়লকে হারাতেই লা লিগা বার্সেলোনার। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে তারা। শেষ দু’টি ম্যাচ জিতলেও মাদ্রিদের পক্ষে বার্সেলোনাকে ছোঁয়া সম্ভব হবে না। ফলে দু’ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেল বার্সা।
ম্যাচে ৫৩ মিনিটের মাথায় এগিয়ে যায় বার্সেলোনা। তরুণ লামিনে ইয়ামালের গোলে এগিয়ে গিয়েছিল তারা। দ্বিতীয় গোলটি হয় ম্যাচের একদম শেষ মুহূর্তে। ৯৫ মিনিটের মাথায় গোল করেন ফার্মিন লোপেজ। ২-০ গোলে জিততেই ২৮তম বার লিগ জিতে নিল বার্সেলোনা। গত ছ’বছরে দু’বার লিগ জিতেছে তারা। কোচ হ্যান্সি ফ্লিক বলেন, “এখন আনন্দ করার সময়। আমরা প্রতি ম্যাচ থেকে শিখতে চাই। এটা আমাদের জিনে আছে। খেলোয়াড়দের থেকে এটাই চাই আমি। প্রতি ম্যাচে ওরা উন্নতি করুক। খিদেটা থাকা জরুরি।”
আরও পড়ুন:
প্রথমার্ধে গোল পায়নি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে দেন ইয়ামাল। ১৭ বছরের স্পেনীয় ফুটবলার ডান প্রান্ত থেকে কাট করে ভিতর দিকে ঢুকে আসেন। তার পরেই চকিতে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দেন। এমন জায়গা দিয়ে বলটি গোলে ঢোকে যে গোলরক্ষকের পক্ষে সেখানে পৌঁছোনো সম্ভব হয়নি। এস্প্যানিয়লের পক্ষে সেই গোল শোধ করা সম্ভব হয়নি।
এই মরসুমে তিনটি ট্রফি জিতে নিয়েছে বার্সেলোনা। লা লিগা জয়ের আগে তারা স্প্যানিশ সুপার কাপ জিতেছিল। ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে দিয়েছিল তারা। এই মরসুমে কোপা দেল রে-ও জিতেছিল বার্সেলোনা। সেখানেও ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল তারা। জিতেছিল ৩-২ গোলে।