পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর আজ়ম। এ বারও জায়গা হল না মহম্মদ রিজ়ওয়ানের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় এবং আগামী নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ়ের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। নেতৃত্ব দেবেন সলমন আলি আঘা।
এশিয়া কাপের ব্যর্থতার পর সলমনকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছিল। তেমন কিছু হল না। আরও দু’টি সিরিজ়ের জন্য সলমনকেই টি-টোয়েন্টি দলের নেতৃত্বে রেখে দিল পাকিস্তান। তবে আগামী বছরের বিশ্বকাপের কথা মাথায় রেখে দলে ফেরানো হল অভিজ্ঞ বাবরকে।
২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন বাবর। তার পর আর তাঁকে ২০ ওভারের ক্রিকেটের জন্য বিবেচনা করেননি পাকিস্তানের নির্বাচকেরা। ১০ মাস পর তাঁকে আবার দলে ফেরানো হল। সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই সিরিজ় খেলবেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতাই অভিজ্ঞ বাবরের প্রত্যাবর্তনের প্রধান কারণ। কয়েক দিন আগে এক দিনের দলের নেতৃত্ব হারানো রিজ়ওয়ানের কথা বিবেচনা করা হয়নি। দলে জায়গা হয়নি হ্যারিস রউফ এবং ফখর জ়ামানেরও। তাঁদের দু’জনকে রিজার্ভ রাখা হয়েছে সুফিয়ান মুকিমের সঙ্গে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের সঙ্গেই ঘোষণা করা হয়েছে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের দলও। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ় শুরু হবে ২৮ অক্টোবর। এক দিনের সিরিজ় শুরু হবে আগামী ৪ নভেম্বর থেকে। তার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরু হবে ১১ নভেম্বর থেকে। তার পর পাকিস্তান, শ্রীলঙ্কা এবং জ়িম্বাবোয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ় শুরু হবে ১৭ নভেম্বর থেকে।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল: সলমন আলি আঘা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজ়ম, ফাহিম আশরফ, হাসান নওয়াজ়, মহম্মদ নওয়াজ়, মহম্মদ ওয়াসিম জুনিয়র, মহম্মদ সলমন মির্জা, নাসিম শাহ, সাহিবজ়াদা ফারহান, সাইম আয়ুব, শাহিন আফ্রিদি, উসমান খান (উইকেটরক্ষক), উসমান তারিক।
রিজার্ভ: ফখর জ়ামান, হ্যারিস রউফ, সুফিয়ান মুকিম।
পাকিস্তানের এক দিনের দল: শাহিন আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজ়ম, ফাহিম আশরফ, ফয়জ়ল আক্রম, ফখর জ়ামান, হ্যারিস রউফ, হাসিবুল্লাহ, হাসান নাওয়াজ়, হুসেইন তালাত, মহম্মদ নওয়াজ়, মহম্মদ রিজ়ওয়ান (উইকেটরক্ষক), মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আয়ুব, সলমন আলি আঘা।