লজ্জার নজির গড়লেন বাবর আজ়ম। শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ়ের ম্যাচে বৃহস্পতিবার শূন্য রানে আউট হয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তিন নম্বরে ব্যাট করতে নেমে দু’টি বল খেলেন তিনি। এই ব্যর্থতায় তৈরি হয়েছে একটি লজ্জার নজির।
বেশ কিছু দিন ধরে ফর্মে নেই বাবর। একাধিক বার দল থেকে বাদও পড়েছেন। জাতীয় দলে ফিরলেও ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারছেন না। ঘরের মাঠে রান পাচ্ছেন না। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে ১০ বার শূন্য রানে আউট হওয়ার নজির গড়ে ফেললেন বাবর। পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার নজির গড়লেন তিনি।
বাবর অবশ্য একা নন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বার করে শূন্য রানে আউট হয়েছেন প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার উমর আকমল এবং স্পিনার সাইম আয়ুবও। তাঁদের সঙ্গে যৌথ ভাবে তালিকার শীর্ষে চলে এলেন বাবর। তালিকায় তাঁদের পর চতুর্থ স্থানে রয়েছেন শাহিদ আফ্রিদি। তিনি আট বার শূন্য রানে আউট হয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটে। পঞ্চম স্থানে যৌথ ভাবে রয়েছেন আরও তিন ক্রিকেটার। কামরান আকমল, মহম্মদ নওয়াজ় এবং মহম্মদ হাফিজ় সাত বার করে শূন্য রানে আউট হয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে।
আরও পড়ুন:
বাবরের ব্যর্থতার দিনে হারতে হয়েছে পাকিস্তানকেও। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে ৫ উইকেটে ১৮৪ রান। ৪৮ বলে ৭৬ রান করেন কামিল মিশ্র। ২৩ বলে ৪০ রানের ইনিংস খেলেন কুশল মেন্ডিস। ২৮ রানে ২ উইকেট নেন আবরার আহমেদ। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৮ রানে শেষ হয় যায় পাকিস্তানের ইনিংস। অধিনায়ক সলমন আলি আঘা ৪৪ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। নাওয়াজ় করেন ১৬ বলে ২৭। এ ছাড়া উসমান খান ২৩ বলে ৩৩ রান করেন। শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা ২০ রানে ৪ উইকেট নিয়েছেন। ৫৪ রানে ২ উইকেট ঈশান মালিঙ্গার।