দুবাইয়ে টসে জিতে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে দিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। জানালেন, শুরুতেই উইকেট তুলে ভারতের বিরুদ্ধে চাপ তৈরি করার চেষ্টা করবেন তাঁরা।
রবিবারের হাই ভোল্টেজ ম্যাচে টস ভাগ্য সঙ্গে দিল না ভারত অধিনায়ক বিরাট কোহলীর। টসে জিতলেন বাবর। জিতে তিনি বলেন, ‘‘শুরুতেই উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ফেলার চেষ্টা করব। পরের দিকে শিশির পড়তে পারে। তাই আগে বল করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রস্তুতি ভাল হয়েছে।’’ শনিবার ১২ জনের দল ঘোষণা করেছিল পাকিস্তান। সেখান থেকে হায়দার আলিকে বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছেন বাবর।