Advertisement
E-Paper

ভারতের বিরুদ্ধে নামার আগে বাংলাদেশ শিবিরেও বুমরাহের খোঁজ! কী বললেন স্ত্রী সঞ্জনা?

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ। তার আগে জসপ্রীত বুমরাহের খোঁজ নিলেন বাংলাদেশের ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। বুমরাহের স্ত্রী তথা ক্রীড়া সঞ্চালক সঞ্জনা গণেশনকে প্রশ্ন করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৯
cricket

জসপ্রীত বুমরাহ। — ফাইল চিত্র।

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ। তার আগে জসপ্রীত বুমরাহের খোঁজ নিলেন বাংলাদেশের ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। বুমরাহের স্ত্রী তথা ক্রীড়া সঞ্চালক সঞ্জনা গণেশনকে হাতের সামনে পেয়ে প্রশ্ন করেছেন তিনি। সঞ্জনা উত্তরও দিয়েছেন।

অস্ট্রেলিয়া সিরিজ়ের পর থেকেই মাঠের বাইরে বুমরাহ। ইংল্যান্ড সিরিজ়‌ে খেলতে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হবে না। বুমরাহ না থাকায় বিপক্ষ দলগুলির সুবিধা হবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

বাংলাদেশের প্রথম ম্যাচের আগে আইসিসি-র চ্যানেলে বুমরাহের স্ত্রী সঞ্জনার কাছে সাক্ষাৎকার দিচ্ছিলেন মেহেদি। সেখানেই জিজ্ঞাসা করেন, “বুমরাহ কেমন আছে?” সঞ্জনা হেসে উত্তর দেন, “ও ভালই আছে। এখন এনসিএ-তে (জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি) অনুশীলন করছে।”

এর পর বুমরাহের ভূয়সী প্রশংসা করেন মেহেদি। বলেন, “বুমরাহ বাকিদের থেকে খুব আলাদা। বিপজ্জনক বোলার। ও এখানে খেলতে আসবে না ভেবে আমরা খুব খুশি। ওর মতো ভয়ঙ্কর বোলার দেখিনি। আমরা সবাই ওকে সমীহ করি। আমি নিজে ওর বলে দু’বার আউট হয়েছি। এক বার কানপুর টেস্টে। আগের থেকে অনেক উন্নতি করেছে বুমরাহ। দু’দিকেই বল ঘোরাতে পারে।”

২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে এক দিনের ক্রিকেটে অভিষেক হয় বুমরাহের। তার পর থেকে ৮৯টি ম্যাচ খেলে ১৪৯টি উইকেট নিয়েছেন তিনি। সম্প্রতি সিডনিতেই শেষ টেস্ট খেলতে গিয়ে চোট পান।

India Vs Bangladesh ICC Champions Trophy 2025 Jasprit Bumrah Mehidy Hasan Miraz Sanjana Ganesan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy