টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে আরও এক বার নিজেদের অনড় মনোভাবের কথা জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দাবি, সিদ্ধান্ত জানানোর জন্য আইসিসি তাদের কোনও সময়সীমা বেঁধেই দেয়নি। জানা গিয়েছিল, আগামী বুধবার অর্থাৎ ২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশকে তাদের সিদ্ধান্ত জানাতে হবে।
একই সঙ্গে বিসিবি নিজেদের অবস্থানে অনড় থেকে অনুরোধ করেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের ম্যাচগুলো যেন ভারতের বদলে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হয়। আইসিসির সঙ্গে বৈঠকে কী হয়েছিল, তার ব্যাখ্যা দিয়েছেন বিসিবির ডিরেক্টর আমজ়াদ হোসেন।
তিনি বলেন, ‘‘গত শনিবার আইসিসির এক প্রতিনিধি আসেন। তাঁর সঙ্গে আমাদের (বিসিবি) প্রতিনিধিদের বৈঠক হয়। সেখানে আমরা আরও এক বার পরিষ্কার করে আমাদের অবস্থান জানাই। বিশ্বকাপে খেলা নিয়ে আমরা কী ভাবছি, জানানো হয়। কেন ভারতে খেলা সম্ভব নয়, তার কারণও জানানো হয়। আমরা আগের মতোই আবার অনুরোধ করি, যেন আমাদের খেলা অন্য কোথাও দেওয়া হয়। এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইসিসির প্রতিনিধি তখন শুধু বলেছিলেন, বিষয়টি আইসিসিকে জানাবেন এবং ওঁরা কী সিদ্ধান্ত নেবেন, পরে সেটা আমাদের জানাবেন। কিন্তু কোনও নির্দিষ্ট তারিখ বা সময়সীমার কথা বলা হয়নি।’’
এর আগে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছিল, আইসিসি বাংলাদেশকে ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নিতে বলেছে। না হলে প্রতিযোগিতা থেকে তাদের বাদ দেওয়া হতে পারে। এমনকী, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলে, তা হলে পরিবর্ত দেশ হিসাবে নাকি স্কটল্যান্ডের কথাও ভেবে রেখেছে আইসিসি।
আইপিএল থেকে বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজ়ুর রহমানকে বাদ দেওয়ার পর থেকে বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশ জানিয়ে দেয়, তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না। শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ করে তারা। তাতে রাজি হয়নি আইসিসি। এরপর বাংলাদেশ তাদের গ্রুপ বদলে দেওয়ার প্রস্তাব দেয়। বিশ্বকাপে তারা গ্রুপ সি-তে রয়েছে। এই গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ়, ইটালি, ইংল্যান্ড ও নেপাল আছে। এই গ্রুপের খেলা কলকাতা এবং মুম্বইয়ে। বিসিবি প্রস্তাব দিয়েছে, বাংলাদেশকে বি গ্রুপে সরিয়ে নিয়ে সেখান থেকে আয়ারল্যান্ডকে সি গ্রুপে রাখা হোক। কারণ, সি গ্রুপের সব খেলা শ্রীলঙ্কায় রয়েছে। কিন্তু আইসিসি এই প্রস্তাবও মানেনি। আয়ারল্যান্ডের ক্রিকেট বোর্ডও এতে রাজি হয়নি।