আইপিএলে মুস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়ার প্রতিবাদে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ। সে দেশের অন্তর্বর্তী সরকার এমনই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। বাংলাদেশ সরকারের এই অবস্থান নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তা। যদিও বিসিসিআই সরকারি ভাবে এখনও কিছু জানায়নি। উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আয়োজক বিসিসিআই।
জয় শাহের আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে সরকারি ভাবে বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর আবেদন করবে বিসিবি। এর পরিপ্রেক্ষিতে কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই। কোনও দেশের ‘খামখেয়ালি’র জন্য শেষ মুহূর্তে ম্যাচ সরাতে রাজি নন বিসিসিআই কর্তারা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘কারও ইচ্ছার উপর ভিত্তি করে ম্যাচের জায়গা বদল করা যায় না। এতে পুরো ব্যবস্থায় সমস্যা হতে পারে। অন্য দলগুলোর কথাও তো ভাবতে হবে। সব দলের জন্য হোটেল, বিমানের টিকিটের ব্যবস্থা হয়ে গিয়েছে। এ ছাড়াও প্রতি দিন তিনটি করে ম্যাচ রয়েছে। একটি করে ম্যাচ হবে শ্রীলঙ্কায়। সূচি অনুযায়ী, সম্প্রচারকারীরা তাদের দলগুলোকে নিয়োগ করে। মুখে বলা যতটা সহজ, কাজটা মোটেও তত সহজ নয়।’’ সরাসরি বিসিবির নাম না করলেও বিসিসিআইয়ের ওই কর্তা বুঝিয়ে দিয়েছেন বিশ্বকাপ শুরুর এক মাস আগে ম্যাচের জায়গা বদল করতে তাঁরা রাজি নন। বিসিসিআইও যে প্রয়োজনে আইসিসির উপর পাল্টা চাপ দেবে, তা-ও একরকম পরিষ্কার করে দিয়েছেন বোর্ডের ওই কর্তা। তা ছাড়া আইপিএলের সঙ্গে বিশ্বকাপকে এক করে দেখতে চাইছেন না বিসিসিআই কর্তারা।
বাংলাদেশ সরকার নিরাপত্তাজনিত কারণে ভারতে এই মুহূর্তে দল পাঠাতে রাজি নয়। বাংলাদেশের মুহাম্মদ ইউনূস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল শনিবার তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি, বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যেখানে ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।” তিনি আরও লেখেন, “বাংলাদেশ বোর্ডকে বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে, বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় করার অনুরোধ জানানোর নির্দেশও আমি দিয়েছি।”
বাংলাদেশ সরকারের অবস্থান জানার পর আইসিসির কাছে বিশ্বকাপে ম্যাচ ভারত থেকে সরানোর আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সংস্থার সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, ‘‘বিশ্বকাপের আয়োজক আইসিসি। ভারত আয়োজক দেশ। আমাদের যা বলার, তা আইসিসিকে বলব।’’ বাংলাদেশ কি পাকিস্তানের মতো সব ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে খেলবে? এই প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেছেন, ‘‘আমাদের খেলার উপযুক্ত জায়গা ঠিক করবে আইসিসি।’’ সরকারের নির্দেশ মেনে চলার কথা বললেও আমিনুল তাকিয়ে রয়েছেন জয়ের আইসিসির সিদ্ধান্তের দিকে।
আরও পড়ুন:
আইসিসির চেয়ারম্যান জয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। বাংলাদেশ আইসিসি-র দ্বারস্থ হলে আইসিসি কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। তার মধ্যে তিনটি ম্যাচ রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে। বিশ্বকাপের প্রথম দিনই ইডেনে বাংলাদেশের খেলার কথা ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। বাংলাদেশের চতুর্থ ম্যাচটি মুম্বইয়ে হওয়ার কথা।