Advertisement
০৬ মে ২০২৪
BCCI

আইপিএল শুরুর আগে নির্বাসনের মেয়াদ কমল গড়াপেটায় অভিযুক্ত ক্রিকেটারের

২০১৩ সালের আইপিএলে তিন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। দু’জনের শাস্তি আগেই মকুব করেছিল বিসিসিআই। বাকি ছিলেন এক জন। তাঁর শাস্তির মেয়াদও কমানো হল।

picture of BCCI

স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারের শাস্তি কমাল বোর্ড। প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৬
Share: Save:

আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে আজীবন নির্বাসিত হয়েছিলেন এস শ্রীসন্থ, অজিত চান্ডিলা-সহ তিন ক্রিকেটার। রাজস্থান রয়্যালসের প্রাক্তন স্পিনার অজিতের শাস্তির মেয়াদ কমিয়ে সাত বছর করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল অজিতের বিরুদ্ধে। তাঁর সঙ্গেই অভিযোগ ওঠে ভারতীয় দলের প্রাক্তন জোরে বোলার শ্রীসন্থ এবং অঙ্কিত চাভানের বিরুদ্ধে। তিন ক্রিকেটারকেই কড়া শাস্তি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটি। শ্রীসন্থ এবং অঙ্কিতের শাস্তি আগে তুলে নিয়েছিল বিসিসিআই। এ বার অজিতের নির্বাসনের মেয়াদ কমিয়ে সাত বছর করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ন্যায়পাল বিনীত সারণ।

শাস্তি উঠে যাওয়ার পর শ্রীসন্থ কেরলের হয়ে খেলেছেন। ২০১৭ সালে কেরল হাই কোর্ট শ্রীসন্থের উপর থেকে আজীবন নির্বাসন প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল। আদালতে তাঁর বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কোনও প্রমাণ দিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে দিল্লির আদালতেও শ্রীসন্থের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। শাস্তি ওঠার পর অঙ্কিতও খেলছেন মুম্বইয়ে তাঁর ক্লাবের হয়ে। তবে আজীবন নির্বাসিত হওয়ার জন্য এত দিন ক্রিকেট থেকে দূরেই ছিলেন রাজস্থানের প্রাক্তন স্পিনার অজিত।

শ্রীসন্থের শাস্তি উঠে যাওয়ার পর অঙ্কিত এবং অজিত বিসিসিআইয়ের কাছে শাস্তি মকুবের আবেদন জানিয়েছিল। তার ভিত্তিতে ভারতীয় বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটি অঙ্কিতের নির্বাসন আগেই প্রত্যাহার করেছিল। এ বার অজিতের নির্বাসনের মেয়াদও কমানো হল। উল্লেখ্য, তিন ক্রিকেটারের কাছে গড়াপেটার প্রস্তাব পৌঁছলেও তাঁরা গড়াপেটা করেছিলেন এমন প্রমাণ পাওয়া যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BCCI IPL ipl spot fixing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE