ম্যাঞ্চেস্টারে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন বেন স্টোকস। অথচ শনিবার কোণঠাসা ভারতের বিরুদ্ধে নিজেকে আক্রমণে আনেননি ইংল্যান্ড অধিনায়ক। ফর্মে থাকা স্টোকস ম্যাচের চতুর্থ দিন বল না করায় বিস্মিত হয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞেরাও। টেস্টের শেষ দিন কি বল করতে দেখা যাবে স্টোকসকে?
১৯৮ বলের ইনিংস খেলার পর শনিবার স্টোকসে খানিকটা ক্লান্ত দেখিয়েছে। ফিল্ডিং করার সময় ইংল্যান্ড অধিনায়কের নড়চড়ায় ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। তা ছাড়া ব্যাট করার সময় হাঁটুতে চোটও পান। সম্ভবত সে কারণেই শনিবার আর বল করার ধকল নেননি। শেষ দিন স্টোকস বল করবেন কি? চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর স্টোকসের ফিটনেসের ব্যাপারে জানিয়েছেন ইংল্যান্ডের সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক।
শনিবার স্টোকসের বল না করা নিয়ে ট্রেসকোথিক বলেছেন, ‘‘স্টোকসের চোটের জায়গাটা শক্ত হয়ে রয়েছে। ব্যথাও রয়েছে। সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। গত কয়েক সপ্তাহ স্টোকসের উপর বেশ ধকল যাচ্ছে। তার উপর ব্যাট করার সময় পেশিতে টান ধরেছিল। আমাদের আশা, রবিবার সকালের মধ্যে সমস্যা কাটিয়ে উঠবে স্টোকস। খেলার জন্য সম্পূর্ণ ফিট হয়ে যাবে। চোটের জায়গাটা স্বাভাবিক হয়ে যাবে। তবে বল করতে পারবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের রবিবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’’
ট্রেসকোথিক আরও বলেছেন, ‘‘আমরা অবশ্যই চাই ম্যাচের শেষ দিন স্টোকস বল করুক। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছে। রাতে ম্যাসাজ এবং বিশ্রাম পাবে। আমরা আশাবাদী। টেস্টের শেষ দিন বোলার স্টোকসকে পাব আমরা।’’
আরও পড়ুন:
বড় সমস্যা না থাকলেও সতর্কতা হিসাবেই শনিবার বল করেননি ইংল্যান্ডের অধিনায়ক। চলতি সিরিজ়ে ভারতীয় ব্যাটারদের বার বার সমস্যায় ফেলেছেন স্টোকস। রবিবার তিনি বল করলে কঠিন হতে পারে শুভমন গিলদের ম্যাচ বাঁচানোর লড়াই।