সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টানা তৃতীয় জয় পেল বাংলা। বুধবার মিজ়োরামকে ৮ উইকেটে হারাল সুদীপ ঘরামির দল। প্রথমে ব্যাট করে মিজ়োরাম করে ৪ উইকেটে ১৫৭ রান। জবাবে ১৫.৩ ওভারে বাংলা ২ উইকেটে ১৫৮।
বাংলা জিতলেও বল হাতে সাফল্য পেলেন না মহম্মদ শামি। মিজ়োরামের বিরুদ্ধে ৪ ওভার বল করে খরচ করলেন ৪৬ রান। কোনও উইকেট পেলেন না দেশের অন্যতম সেরা জোরে বোলার। বাংলাকে জেতালেন দুই ওপেনার অভিষেক পোড়েল এবং করণ লাল। ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন অভিষেক এবং করণ। প্রথম উইকেটের জুটিতেই ওঠে ১৩১ রান। অভিষেক ৪৫ বলে ৮১ রানের ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৯টি চার এবং ৪টি ছক্কা। ২২ গজের অন্য প্রান্তে করণ ছিলেন মারমুখী। তিনি ৪০ বলে করেন ৬৭। মারেন ৭টি চার এবং ৩টি ছয়। শেষ পর্যন্ত হাবিব গান্ধী ৮ রানে এবং ঋত্বিক রায় চৌধুরী শূন্য রানে অপরাজিত ছিলেন।
আরও পড়ুন:
এর আগে মোহিত জাংরার ৪৯ বলে ৮০ রানের অপরাজিত ইনিংসের সুবাদে লড়াই করা মতো রান তোলে মিজ়োরাম। মোহিত ৭টি চার এবং ৪টি ছয় মারেন। মিজ়োরামের আর কোনও ব্যাটার বলার মতো রান পাননি। বাংলার সফলতম বোলার করণ ১৪ রানে ১ উইকেট নিয়েছেন। কণিষ্ক শেঠের ২১ রানে ১ উইকেট। ২২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সায়ন ঘোষ।