২০০৮ সালে আইপিএলে দল কিনেছিলেন শাহরুখ খান। ১৭ বছর পর সলমন খানও একটি ক্রিকেট দল কিনলেন। তবে সেটি আইপিএল নয়, আইএসপিএল। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ। বুধবার সেই ঘোষণা করলেন সলমন নিজেই।
অভিনেতা সলমন নতুন ইনিংস শুরু করলেন। অভিনয়ের পাশাপাশি তিনি এখন ক্রিকেট দলের মালিক। আইএসপিএলে নয়াদিল্লির ক্রিকেট দলটি কিনেছেন সলমন। বুধবার তিনি বলেন, “আইএসপিএলের হাত ধরে রাস্তা থেকে স্টেডিয়ামে যাত্রা শুরু। ভারতের প্রতিটি রাস্তায় ক্রিকেটের আওয়াজ শোনা যায়। সেই উন্মাদনা পৌঁছে যায় স্টেডিয়ামে। ক্রিকেট নিয়ে আমি সব সময়ই খুব আবেগপ্রবণ। আইএসপিএলের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে। এই লিগ দেশের গলিতে গলিতে পৌঁছে যাবে। প্রতিভাবান ক্রিকেটার তুলে আনবে। এটা সবে শুরু।”
আরও পড়ুন:
আইএসপিএলের এটি তৃতীয় বছর। গত বছর এই লিগ নজর কেড়েছিল। চর্চা হয়েছিল এই লিগ নিয়ে। সেই কারণেই এই বছর আরও বড় করে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। নতুন দলও যুক্ত করা হবে। নয়াদিল্লি থেকে নতুন দল যোগ দেবে লিগে। সেই দলই কিনেছেন সলমন। এখনও দলের নাম ঠিক হয়নি।
২০০৮ সালে আইপিএলের হাত ধরে ক্রিকেটে মিশে গিয়েছিল বলিউড। যে ক্রমশ বেড়েছে। শুধু শাহরুখ নন, প্রীতি জিন্টা, শিল্পা শেট্টি, জুহি চাওলার মতো একাধিক অভিনেতা ক্রিকেট দলের মালিক হয়েছেন। আইএসএলে জন অ্যাব্রাহামকে দেখা গিয়েছে ফুটবল দলের মালিক হিসাবে। অভিষেক বচ্চন দল কিনেছেন কবাডি লিগে। এ বার ক্রিকেট দল কিনে ফেললেন সলমনও।