Advertisement
২১ জুন ২০২৪
bengal cricket

Bengal Cricket: বুধবার থেকেই পরের মরসুমের প্রস্তুতি শুরু বাংলার, ঘোষিত ৪১ জনের প্রাথমিক দল

বুধবার থেকেই বাংলার প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। সোমবার ৪১ জনের সম্ভাব্য দল ঘোষণা করা হল। লক্ষ্মীরতন শুক্লের অধীনে খেলতে নামবে দল।

বুধবার অনুশীলন শুরু অভিমন্যুদের

বুধবার অনুশীলন শুরু অভিমন্যুদের ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২২ ২২:০৩
Share: Save:

গত মরসুমে রঞ্জি ট্রফির সেমিফাইনালে হারের দুঃখ ভুলে নতুন মরসুমের প্রস্তুতিতে নেমে পড়ছে বাংলা। নতুন কোচ লক্ষ্মীরতন শুক্লর অধীনে বুধবার থেকেই শুরু হয়ে যাচ্ছে দলের অনুশীলন। সোমবার পরের মরসুমের জন্য সম্ভাব্য ৪১ ক্রিকেটারের নাম ঘোষণা করা হল সিএবি-র তরফে।

রঞ্জির সেমিফাইনালে গত মরসুমে মধ্যপ্রদেশের কাছে হেরে যায় বাংলা। বিজয় হজারে ট্রফি বা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ভাল ফল হয়নি। রঞ্জিতে বিদায়ের পরেই অরুণ লাল কোচের পদ থেকে সরে যান। সম্প্রতি লক্ষ্মীরতনের নাম নতুন কোচ হিসাবে ঘোষণা করা হয়েছে। বুধবার থেকেই নতুন মরসুমের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে।

বাংলার সম্ভাব্য দল: অভিমন্যু ঈশ্বরণ, মনোজ তিওয়ারি, মহম্মদ শামি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ ঘরামি, অভিষেক দাস, অভিষেক রমন, ঋত্বিক রায়চৌধুরি, রণজ্যোৎ সিংহ খাইরা, শ্রেয়াংশ ঘোষ, শুভম চট্টোপাধ্যায়, সুমন্ত গুপ্ত, অঙ্কুর পাল, কাজি জুনেইদ সইফি, কৌশিক ঘোষ, অভিষেক পোড়েল, সাকির হাবিব গাঁধী, অগ্নিভ পান, সুপ্রদীপ দেবনাথ, শুভঙ্কর বল, ঋত্বিক চট্টোপাধ্যায়, শাহবাজ আহমেদ, প্রদীপ্ত প্রামাণিক, শ্রেয়ান চক্রবর্তী, অঙ্কিত মিশ্র, সৌভিক ঘোষ, সায়ন শেখর মণ্ডল, করণ লাল, আকাশ ঘটক, সন্দীপন দাস, শুভমন সরকার, ঈশান পোড়েল, মুকেশ কুমার, আকাশ দীপ, সৌম্যদীপ মণ্ডল, দুর্গেশ দুবে, গীত পুরি, মহম্মদ কাইফ, রবি কুমার এবং কণিষ্ক শেঠ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE