ভারত-পাকিস্তান সংঘাতের আবহে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। শুক্রবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) এক বিবৃতি দিয়ে প্রতিযোগিতা পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছে।
গত মরসুম থেকে আইপিএলের ধাঁচে শুরু হয়েছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। এ বার প্রতিযোগিতার দ্বিতীয় বছর। আগামী ১৬ মে থেকে পুরুষদের প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল। মহিলাদের প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল ৪ জুন থেকে। কিন্তু এই উত্তেজনার পরিস্থিতিতে প্রতিযোগিতা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলার ক্রিকেট কর্তারা। উপযুক্ত সময়ে সব কিছু বিবেচনা করে প্রতিযোগিতার সূচি এবং মাঠের তালিকা ঘোষণা করবে সিএবি।
আরও পড়ুন:
উল্লেখ্য, শুক্রবারই এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ধর্মশালায় ব্ল্যাক আউটের জন্য বৃহস্পতিবার পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের খেলাও মাঝ পথে স্থগিত করে দিতে হয়।