E-Paper

অরুণ লালকে ডিরেক্টর পদে আনার ভাবনা সিএবি-র

২০১৮ সালে বাংলার মেন্টর হয়ে এসেছিলেন অরুণ। তৎকালীন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ই অরুণকে এই দায়িত্বে নিয়ে আসেন। ২০১৯-এ তিনিই কোচ হন বাংলার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ০৬:২০
অরুণ লাল।

অরুণ লাল। —ফাইল চিত্র।

বাংলা ক্রিকেটের দায়িত্বে ফের আসতে পারেন অরুণ লাল। সিএবির ডিরেক্টর অব ক্রিকেট হওয়ার পথে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সেই দায়িত্বের জন্য আবেদনও করছেন অরুণ। এ বার দেখার, তাঁকেই ডিরেক্টর অব ক্রিকেটের পদে বসানো হয় কি না।

২০১৮ সালে বাংলার মেন্টর হয়ে এসেছিলেন অরুণ। তৎকালীন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ই অরুণকে এই দায়িত্বে নিয়ে আসেন। ২০১৯-এ তিনিই কোচ হন বাংলার। প্রথম বছরেই দলকে ফাইনালে তোলেন। সৌরাষ্টের বিরুদ্ধে অল্পের জন্য ফাইনাল জেতা হয়নি বাংলার। পরের মরসুমে কোভিডের জন্য রঞ্জি বন্ধ ছিল। ২০২১-এ তাঁর কোচিংয়ে সেমিফাইনাল খেলে বাংলা। ২০২৫-এ সৌরভ আবারও সিএবি প্রেসিডেন্ট। এ বার অরুণকে আরও বড় দায়িত্ব দেওয়ার পথে তিনি।

ডিরেক্টর অব ক্রিকেট মানে বাংলার কোচের চেয়েও উচ্চপদ। সিএবির প্রত্যেকটি বিভাগের কোচকে জবাবদিহি করতে হবে তাঁকে। ক্রিকেটারদের পারফরম্যান্স থেকে ফিটনেস, সব দিকেই নজর রাখতে হবে। সব খবর সিএবি প্রেসিডেন্টকে দিতে হবে।

সৌরভ আরও একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন। জুনিয়র ক্রিকেটার তুলে আনার দায়িত্ব দেওয়া হচ্ছে প্রাক্তন ক্রিকেটারদের। সেই কমিটিতে থাকছেন অরুণ-সহ আরও চার জন। থাকতে পারেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু মুখোপাধ্যায়, অশোক মলহোত্র ও উৎপল চট্টোপাধ্যায়। তাঁরা দেখবেন, কী করে তরুণ ক্রিকেটার তুলে আনা যায়। পাশাপাশি জুনিয়র ক্রিকেটকে দুর্নীতি-মুক্ত করার দায়িত্বও দেওয়া হবে। অভিযোগ, অনেক ক্লাবই ক্রিকেটারের অভিভাবকের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে খেলানোর প্রতিশ্রুতি দেয়। কোচেদের মধ্যেও কেউ কেউ নাকি এই দুর্নীতির সঙ্গে যুক্ত। সব কিছুর উপরে নজর রাখবে কমিটি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

CAB Indian Cricket Sourav Ganguly

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy