ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের তৃতীয় দিন সম্মানিত হলেন চেতেশ্বর পুজারা। দিনের খেলা শুরুর ৫ মিনিট আগে রীতি অনুযায়ী লর্ডসের ঘণ্টা বাজালেন। টেস্ট শুরুর প্রথম দিন ঘণ্টা বাজিয়ে ছিলেন সচিন তেন্ডুলকর। তিনিও এ দিন এসেছিলেন খেলা দেখতে।
লর্ডসে টেস্ট ম্যাচে দিনের খেলা শুরুর ৫ মিনিট আগে বাজানো হয় ঘণ্টা। স্টেডিয়ামে উপস্থিত সকলকে খেলা শুরুর বার্তা দিতে এই ব্যবস্থা শুরু হয় ২০০৭ সালে। কোনও বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ জানানো হয় ঘণ্টা বাজিয়ে খেলা শুরুর ঘোষণা করার জন্য। প্রাক্তন ক্রিকেটার, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বা কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয় ঘণ্টা বাজানোর জন্য। সেই মতোই শনিবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আমন্ত্রণ জানায় পুজারাকে।
অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন পুজারা। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও পুজারা অত্যন্ত পরিচিত মুখ। গত দু’মরসুম সাসেক্সকে বেশ কিছু ম্যাচে নেতৃত্ব দিয়েছেন পুজারা। ২০২৩ সালের জুনে শেষ টেস্ট খেললেও এখনও অবসর নেননি। দেশের হয়ে ১০৩টি টেস্ট এবং পাঁচটি এক দিনের ম্যাচ খেলেছেন। টেস্ট ক্রিকেটের বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে বিবেচনা করা হয় তাঁকে।
আরও পড়ুন:
লর্ডসের প্যাভিলিয়নের বোলার্স বারের বাইরের দিকে থাকা ঘণ্টাটি বাজানোর সুযোগকে বিশেষ সম্মান হিসাবে বিবেচনা করা হয় ক্রিকেট বিশ্বে। সচিনের পর সেই সম্মান পেলেন পুজারা।