বুধবার ভোর রাতে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের ন’টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারত। দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। এই অবস্থায় পাকিস্তানে থাকা আর নিরাপদ নয়, এ কথা জানিয়ে সে দেশ থেকে চলে যেতে চাইলেন দুই ইংরেজ ক্রিকেটার। দলের কাছে অনুরোধ করেছেন তাঁদের ছেড়ে দেওয়ার জন্য।
আইপিএলের পাশাপাশি পড়শি দেশে এই মুহূর্তে চলছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। সেখানে সাত ক্রিকেটার খেলছেন— স্যাম বিলিংস, জেমস ভিন্স, টম কারেন, ডেভিড উইলি, ক্রিস জর্ডান, টম কোহলার-কাডমোর এবং লুক উড।
তাঁদের মধ্যে উইলি এবং জর্ডান মুলতান সুলতান্স কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন দেশে ফেরার অনুমতি দেওয়ার জন্য। তাঁদের দাবি, যেহেতু দল আর প্লে-অফের দৌড়ে নেই এবং মাত্র একটিই ম্যাচ বাকি, তাই তাঁদের দেশে ফেরার অনুমতি দেওয়া হোক।
পাকিস্তানে যে সব ক্রিকেটার রয়েছেন তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এবং পেশাদার ক্রিকেটারদের সংস্থা। পাকিস্তানে ইংরেজদের যাওয়ার ব্যাপারে যে কোনও দিন নিষেধাজ্ঞা জারি করতে পারে সে দেশের সরকার। তার আগেই দুই ইংরেজ ক্রিকেটার দেশে ফিরতে চাইছেন।
আরও পড়ুন:
তবে উইলি এবং জর্ডান বাদে বাকি ইংরেজ ক্রিকেটারেরা পাকিস্তানে থাকতে রাজি বলেই জানা গিয়েছে। বেশ কিছু ক্রিকেটারের এজেন্ট ইংল্যান্ডের এক সংবাদপত্রে বলেছেন, “আপাতত স্থিতাবস্থা রয়েছে। ধীরে ধীরে আকাশসীমাও খুলে দেওয়া হবে। নিরাপত্তা নিয়ে এখনও পর্যন্ত কোনও সংশয় নেই। তবে আগামী দিনে পরিস্থিতি খারাপ হলে ক্রিকেটারেরা অবশ্যই দেশে ফিরতে চাইবেন।”