Advertisement
E-Paper

আইপিএলে একসঙ্গে তিন দলের ক্রিকেটার বদল, কারা এলেন, কারা বাদ পড়লেন?

আইপিএলের শেষ পর্বে বদলি ক্রিকেটার নেওয়ার আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন দল। একসঙ্গে তিনটি দল ক্রিকেটার বদল করেছে। একটি দল ইতিমধ্যেই প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৩:০৭
cricket

আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।

আইপিএলের শেষ পর্বে বদলি ক্রিকেটার নেওয়ার ধুম বিভিন্ন দলে। একসঙ্গে তিনটি দল ক্রিকেটার বদল করেছে। তার মধ্যে একটি দল ইতিমধ্যেই প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে।

প্লে-অফের আগে ধাক্কা খেয়েছে বেঙ্গালুরু। দলের নির্ভরযোগ্য ব্যাটার দেবদত্ত পাড়িক্কল প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন। তিন নম্বরে নেমে দলকে প্রায় প্রতি ম্যাচেই ভরসা দিয়েছেন পাড়িক্কল। ১০ ম্যাচে ২৪৭ রান করেছেন। তাঁর ডান দিকের হ্যামস্ট্রিংয়ে চোট লাগায় আর আইপিএলে খেলতে পারবেন না।

পাড়িক্কলের জায়গায় নেওয়া হয়েছে মায়াঙ্ক আগরওয়ালকে। গত মরসুমে খারাপ খেলার জন্য মহানিলামে কোনও দল পাননি মায়াঙ্ক। তবে আইপিএলে ১২৭টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

ক্রিকেটার বদলেছে দিল্লি ক্যাপিটালসও। আইপিএল শুরুর আগেই নাম তুলে নিয়েছিলেন হ্যারি ব্রুক। এত দিন পর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করেছে দিল্লি। জানানো হয়েছে, নতুন ক্রিকেটার হিসাবে সেদিকুল্লাহ অটলকে নেওয়া হচ্ছে।

আফগানিস্তানের ক্রিকেটার অটল ৪৯টি টি-টোয়েন্টি ম্যাচে ১৫০৭ রান করেছেন। ২০২৩ সালে তাঁর অভিষেক হয়। তিনটি ফরম্যাটেই খেলে ফেলেছেন তিনি। ১.২৫ কোটি টাকায় যোগ দিচ্ছেন দিল্লিতে।

আইপিএল প্লে-অফ থেকে ছিটকে যাওয়া রাজস্থানও নতুন ক্রিকেটার নিয়েছে। নীতীশ রানা চোট পেয়ে আর প্রতিযোগিতায় খেলতে পারবেন না। তাঁর জায়গায় নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার লুয়ান-দ্রে প্রিটোরিয়াসকে। তিনি ৩৩টি টি-টোয়েন্টি খেলে ৯১১ রান করেছেন। ৩০ লক্ষ টাকায় যোগ দিচ্ছেন রাজস্থানে।

Delhi Capitals Rajasthan Royals Devdutt Padikkal Harry Brook
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy