সমাজমাধ্যমে রোহিত শর্মা যখন টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন, তখন কেকেআরের ম্যাচ শুরু হয়ে গিয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর সেই খবর জানতে পারেন অজিঙ্ক রাহানে। কেকেআরের অধিনায়ক প্রাক্তন সতীর্থ রোহিতের সিদ্ধান্তে অবাক। জানিয়েছেন, দ্রুত সতীর্থের সঙ্গে ফোনে কথা বলবেন।
এক ওয়েবসাইটে প্রথম প্রকাশিত হয়েছিল, রোহিতকে ইংল্যান্ড সিরিজ়ের অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হবে। তার পরেই রোহিত অবসরের সিদ্ধান্ত নেন। তা শুনে অবাক অনেকেই। রাহানে এবং রোহিত একই রাজ্যের। মুম্বই এবং ভারতীয় দলের হয়ে একসঙ্গে খেলেছেন।
ম্যাচের পর রোহিতের অবসরের কথা শুনে রাহানে বলেন, “তাই নাকি? আমি জানতাম না। সত্যি বলতে, খুব অবাক হলাম। রোহিতকে শুভেচ্ছা জানাতে চাই। সাজঘরে ফিরে ওকে হয়তো ফোন করব। অথবা কোনও বার্তা পাঠাতে পারি। অসাধারণ টেস্টজীবনের জন্য ওর শুভেচ্ছা প্রাপ্য।”
আরও পড়ুন:
যে ভাবে মিডল অর্ডার থেকে ধীরে ধীরে ভারত তথা বিশ্বের সেরা ওপেনার হয়ে উঠেছিলেন রোহিত, তার প্রশংসা করেছেন রাহানে। বলেছেন, “পাঁচ বা ছ’নম্বর, অর্থাৎ মিডল অর্ডারে খেলা শুরু করেছিল রোহিত। তার পর ওপেন করতে শুরু করে। যে ভাবে মানিয়ে নিয়েছিল তা অসাধারণ। বরাবর বোলারদের শাসন করা এবং স্বাধীনতা নিয়ে খেলার উপরে জোর দিয়েছিল। চাইত, বাকিরাও সেই কাজ করুক।”
টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন। টেস্ট থেকেও অবসর নিয়েছেন রোহিত। ফলে শুধু এক দিনের ক্রিকেটেই খেলবেন।