দক্ষিণ আফ্রিকার হয়ে আর দেখা যাবে না ক্রিস মরিসকে। এই অলরাউন্ডার জানিয়ে দিয়েছেন, এ বার থেকে ঘরোয়া ক্রিকেট এবং দেশ-বিদেশে টি-টোয়েন্টি লিগের দিকেই বেশি মন দেবেন। নিজের ইচ্ছের কথা জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা বোর্ডকে।
এক ওয়েবসাইটে মরিস বলেছেন, “দক্ষিণ আফ্রিকার হয়ে আমার খেলার দিন শেষ। সবার সামনে অবসরের কথা আমি ঘোষণা করতে পারব না। ওরা জানে আমার ইচ্ছে কী। আমিও জানি ভবিষ্যতে কী করতে চাই। তাই দেশের হয়ে আর হয়তো দেখা যাবে না আমাকে।”