প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হোঁচট খেলেও কমনওয়েলথ গেমসে ছন্দেই রয়েছে ভারতের মহিলা দল। পাকিস্তান এবং বার্বাডোজকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে উঠে গিয়েছে তারা। তবে শনিবার শেষ চারের খেলায় সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়তে চলেছে হরমনপ্রীত কৌরের দল। সামনে আয়োজক ইংল্যান্ড। গ্রুপের সবক’টি ম্যাচ জিতে সেমিফাইনালে খেলতে নামছে তারা।
সেমিফাইনালে ভারতকে অনুপ্রেরণা জোগাচ্ছেন মুরলী শ্রীশঙ্কর। লং জাম্পে আগের দিনই রুপো পেয়েছেন তিনি। সেই ম্যাচ দেখেছেন ভারতের বেশ কিছু মহিলা ক্রিকেটার। শুক্রবার ভারতের কোচ রমেশ পওয়ার বলেছেন, “ওকে দেখে দারুণ লেগেছে। কী পরিশ্রমটাই না করল পদক জেতার জন্য। ও যে ভাবে পদকের জন্যে ঝাঁপিয়েছে, সেই কাজ আমাদেরও করে দেখাতে হবে। আমাদের কাছে শ্রীশঙ্করই এখন অনুপ্রেরণা।”
এই ইংল্যান্ডের কাছে হেরেই ২০১৭ সালে বিশ্বকাপের স্বপ্ন ভেঙে গিয়েছিল। এমনিতেও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত খুব একটা সুবিধা করতে পারে না। ফলে সেমিফাইনালের লড়াই নিঃসন্দেহে কঠিন হতে চলেছে হরমনদের কাছে। তবে পওয়ার অবশ্য তেমন চিন্তিত নন। বরং এই ম্যাচে দলের কম্বিনেশন বদলের ইঙ্গিত দিলেন তিনি।