Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Smriti Mandhana

CWG 2022: ফাইনালেও তাঁর ব্যাট থেকে মারকাটারি ইনিংস দেখা যাবে, আশ্বাস দিলেন স্মৃতি

স্মৃতির ধুন্ধুমার ইনিংসের সৌজন্যে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরুটা ভাল হয়েছিল ভারতের। শেষ পর্যন্ত ম্যাচে সেটিই পার্থক্য গড়ে দিল।

স্মৃতি মন্ধানা।

স্মৃতি মন্ধানা। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২২ ২০:৩৯
Share: Save:

শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে কমনওয়েলথ গেমসে ক্রিকেটের ফাইনালে উঠে গিয়েছে ভারত। আয়োজক দেশ হেরেছে চার রানে। ভারতের জয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন স্মৃতি মন্ধানা। ওপেন করতে নেমে তাঁর ঝোড়ো ৬১ রান ভারতকে ভদ্রস্থ রানে পৌঁছতে সাহায্য করেছে। সেই রান তুলতে পারেনি ইংল্যান্ড।

স্মৃতি কথা দিয়েছেন, ফাইনালে যার বিরুদ্ধেই খেলতে হোক, আবার ধুন্ধুমার ইনিংস দেখা যেতে পারে তাঁর ব্যাট থেকে। স্মৃতির কথায়, “গত ২-৩ সপ্তাহ ধরেই ভাল ব্যাটিং করছি। ঠিক ২-৩ বছর আগে এ রকম ভাল ছন্দে ছিলাম। নিজের পুরনো খেলা ফিরে পেয়ে ভাল লাগছে। আশা করি ফাইনালেও এ ভাবেই খেলতে পারব।”

নিজের থেকেও বেশি সতীর্থদের কথা স্মৃতির মুখে। বলেছেন, “এ ধরনের ম্যাচে প্রত্যেক ক্রিকেটারেরই কিছু নির্দিষ্ট অবদান থাকে। মাঝের দিকে দীপ্তির (শর্মা) ওভারগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। বাউন্ডারিতে মাত্র তিন জন ক্রিকেটার থাকা সত্ত্বেও স্নেহ রানা যে ভাবে নিয়ন্ত্রিত বোলিং করেছে তা অসাধারণ। এ জিনিসগুলোই অনেক দিন ধরে আমাদের মনে থেকে যাবে।”

শেষ ওভারে ইংল্যান্ডকে জিততে হলে ১৪ রান তুলতে হত। তারা দশ রানের বেশি তুলতে পারেনি। সেই সময় কতটা চিন্তায় ছিলেন? স্মৃতির উত্তর, “এর আগে শেষ বলে যে ম্যাচগুলোর ফলাফল হয়েছে, সেগুলো মনে করার চেষ্টা করছিলাম। আগে সেই ম্যাচগুলো জিততে পারিনি। আশা করেছিলাম এ বার জিততে পারব।”

ফিল্ডিং করতে গিয়ে এ দিন চোট পান জেমাইমা রদ্রিগেস। ম্যাচের পর অধিনায়ক হরমনপ্রীত কৌর জানালেন, রবিবার খেলার সম্ভাবনা রয়েছে জেমাইমার। হরমনপ্রীতের কথায়, “খেলতে গেলে এগুলো হবেই। জেমাইমা লড়াকু। আশা করছি ও ঠিক হয়ে যাবে। হাতে সামান্য চোট লেগেছে। ঠিক হয়ে যাবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE