চলতি মরসুমে ফর্মে রয়েছেন অজিঙ্ক রাহানে। ঘরোয়া ক্রিকেটে রান করছেন। সাদা বলের সৈয়দ মুস্তাক আলি হোক, বা লাল বলের রঞ্জি, কথা বলছে রাহানের ব্যাট। তাঁর দাপটে রঞ্জি ট্রফির সেমিফাইনালে উঠেছে মুম্বই। কলকাতার ইডেন গার্ডেন্সে শতরান করেছেন দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে। আইপিএলে আগামী মরসুমে কেকেআরের হয়ে খেলবেন তিনি। রাহানেই কি কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক? ইডেন ছাড়ার আগে জবাব দিলেন রাহানে।
গত বার দলকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আয়ারকে এ বার ছেড়ে দিয়েছে কেকেআর। অর্থাৎ, নতুন অধিনায়ক চায় তাদের। এ বার কেকেআরে যে ক্রিকেটারের রয়েছেন তাঁদের মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞ রাহানে। জাতীয় দলে খেলার অভিজ্ঞতাও তাঁর সবচেয়ে বেশি। সেই কারণেই কি পাল্লা ভারী রাহানের? প্রশ্নের জবাবে মুম্বইয়ের রঞ্জি অধিনায়ক বলেন, “এখনও এই বিষয়ে কোনও কথা হয়নি। কেউ কিছু জানে না। যদি সে রকম কিছু হয় তা হলে আপনারা আমার আগে খবর পেয়ে যাবেন। তখন আপনারাই আমাকে শুভেচ্ছা জানাবেন।”
তবে কেকেআর যদি তাঁকে অধিনায়ক করে তা হলে নতুন দায়িত্ব সামলাতে মানসিক ভাবে তৈরি রাহানে। তিনি বলেন, “আমি সব ধরনের পরিস্থিতিত দেখেছি। আগে অধিনায়কত্বও করেছি। জানি, কোন পরিস্থিতি কী ভাবে সামলাতে হয়। তাই আমাকে দায়িত্ব দেওয়া হলে আমি তৈরি।” অধিনায়ক হিসাবে দলের সকলের কাছ থেকে সেরা খেলাটা বার করে আনতে চান রাহানে। তিনি চান দলগত খেলা। রাহানে বলেন, “আমার কাজ হল দলের সকলের কাছ থেকে সেরা খেলাটা বার করে আনতে। দলের সকলকে আত্মবিশ্বাস জোগানো আসল। তা হলেই খেলা ভাল হয়। ক্রিকেটে একা কেউ কিছু করতে পারে না। সকলকে মিলে চলতে হয়। দলগত ক্রিকেট খেলতে হয়। তবেই সাফল্য পাওয়া যায়।”
আরও পড়ুন:
দীর্ঘ দিন ভারতীয় দলে সুযোগ পান না রাহানে। তবে আশা ছাড়েননি তিনি। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে আবার জাতীয় দলে ফিরতে চান। এখনও দেশের হয়ে রান করার খিদে তাঁর রয়েছে। রাহানে বলেন, “আমি ফর্মে আছি। ভাল খেলছি। ঘরোয়া ক্রিকেট আমাকে সবকিছু দিয়েছে। এখনও আমার মধ্যে ক্রিকেট বাকি। যখনই খেলি নিজের ১০০ শতাংশ দিই। ভারতীয় দলে এখনও খেলতে চাই। তবে সেটা আমার হাতে নেই। আমার কাজ ভাল খেলা। সেটাই করছি।”
আপাতত জাতীয় দল নয়, রঞ্জি নিয়েই ভাবছেন রাহানে। মুম্বইকে আরও এক বার রঞ্জি জেতাতে চান অধিনায়ক। ধারাবাহিক ভাবে রান করতে চান। নিজের ব্যাট দিয়েই সমালোচকদের মুখ বন্ধ করে চলেছেন রাহানে।