আবার অধিনায়ক বদল পাকিস্তান ক্রিকেটে। এ বার শাস্তির খাঁড়া সলমন আলি আঘার ঘাড়ে। গত মাসে এশিয়া কাপে ভারতের কাছে তিনটি ম্যাচেই হেরেছে পাকিস্তান। অধিনায়ক হিসাবে সেই দায় গিয়ে পড়েছে সলমনের ঘাড়ে। তাই শাস্তি পেতে পারেন তিনি। অধিনায়কত্ব যেতে পারে তাঁর।
সংবাদ সংস্থা পিটিআই-কে পাক বোর্ডের এক সূত্র জানিয়েছে, এত দিন সলমনের পাশেই ছিল বোর্ড। কিন্তু ধীরে ধীরে তাঁর উপর থেকে আস্থা সরছে। এশিয়া কাপের পর পাকিস্তানের অনেক প্রাক্তন ক্রিকেটার আঙুল তুলেছিলেন সলমনের দিকে। তাঁদের দাবি, অধিনায়ক কেন, ক্রিকেটার হিসাবেও পাকিস্তানের টি-টোয়েন্টি দলে খেলার যোগ্যতা নেই সলমনের। এই সমালোচনার মুখে সলমনকে সরিয়ে দিতে পারে বোর্ড।
জানা গিয়েছে, পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক করা হতে পারে শাদাব খানকে। পাকিস্তানের হয়ে ৭০টি এক দিন ও ১১২ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে শাদাবের। মাঝে চোটের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। হাঁটুতে অস্ত্রোপচারের পর আবার ক্রিকেটে ফিরেছেন শাদাব। তাঁর কাঁধে দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হতে পারে।
আরও পড়ুন:
আগেও পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করেছেন শাদাব। সহ-অধিনায়ক ছিলেন দীর্ঘ দিন। পাকিস্তান সুপার লিগেও তিনি অধিনায়কত্ব করেছেন। এই পরিস্থিতিতে শাদাব ছাড়া অন্য কারও উপর ভরসা করতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওই সূত্র জানিয়েছে, ১১ নভেম্বর থেকে দেশের মাটিতে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজ়েই শাদাবকে পাকিস্তানের অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে। তার আগে চার দিনের কায়েদ-ই-আজ়ম ট্রফিতেও খেলবেন শাদাব।
আগামি বছর ফেব্রুয়ারি মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বেশ কয়েকটি টি-টোয়েন্টি সিরিজ় খেলার পরিকল্পনা রয়েছে পাকিস্তানের। জানুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলে শ্রীলঙ্কা যাবে পাকিস্তান। ভারত বিশ্বকাপের আয়োজক দেশ হলেও পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। তার আগে দলের নেতৃত্বে বদলের ভাবনা শুরু করেছে পাক বোর্ড।