খেলা না থাকলে সাধারণত লন্ডনেই থাকেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। এখনও সেখানেই রয়েছেন তাঁরা। কোহলি একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, লন্ডনে অনেক নিশ্চিন্তে সময় কাটাতে পারেন তাঁরা। কারণ, সেখানে তাঁদের সারা ক্ষণ ঘেরাটোপের মধ্যে থাকতে হয় না। সেই বিরুষ্কা লন্ডনের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন। হঠাৎ এক দম্পতি চিনে ফেলেন তাঁদের।
সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হাঁটতে বেরিয়েছেন বিরুষ্কা। কোহলির পরনে ঘিয়ে রঙের ফুলহাতা টি-শার্ট ও কালো হাফ প্যান্ট। এক হাতে ছাতা। লন্ডনে যখন-তখন বৃষ্টি হয়। সেই কারণে ছাতা নিয়ে বেরিয়েছেন তিনি। অন্য হাতে জলের বোতল। অনুষ্কার পরনে সাদা জ্যাকেট ও কালো ট্রাউজ়ার। সঙ্গে সাইডব্যাগও রয়েছে।
হঠাৎ পিছন থেকে এক দম্পতি বিরুষ্কাকে ডাকেন। তাঁদের দেখে ভারতীয় মনে হয়নি। স্থানীয় হতে পারেন। তাঁদের দেখে বোঝা যাচ্ছিল, কোহলিকে চিনতে পেরেছেন। তাঁদের সঙ্গে কিছু ক্ষণ কথা বলেন বিরুষ্কা। মাঝেমাঝে তাঁদের মুখে হাসি দেখা যাচ্ছিল। খোশগল্পে মেতেছিলেন তাঁরা। কিছু ক্ষণ কথা বলার পর আবার বিরাট ও অনুষ্কা নিজের পথে হাঁটেন। ওই দম্পতিও অন্য দিকে চলে যান।
আরও পড়ুন:
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি। চলতি বছর আইপিএলের সময় তিনি বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেটকেও। আপাতত শুধু এক দিনের ক্রিকেট খেলবেন তিনি। কয়েক মাস আগে প্রথম বারের জন্য আইপিএল জিতেছেন কোহলি। তার পর থেকে বিশ্রামেই রয়েছেন তিনি।
কোহলির এক বন্ধু জানিয়েছেন, অবসরের পর সপরিবার লন্ডনেই থাকতে চান কোহলি। সেখানে নাকি সংসার অনেকটা গুছিয়েও নিয়েছেন তিনি। সেই কারণেই খেলার মাঝেমাঝে সে দেশে দেখা যায় কোহলিকে। এখনও সেখানেই রয়েছেন তারকা দম্পতি।