Advertisement
E-Paper

CSA T20 League: চেন্নাইয়ের হয়ে খেলে যাওয়া মইন, ডুপ্লেসির উপরেই ভরসা রাখছে জোহানেসবার্গের সিএসকে

আইপিএলে এক সময় চেন্নাই দলের বড় ভরসা ছিলেন ফ্যাফ ডুপ্লেসি, মইন আলিরা। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে তাঁদের উপরেই ভরসা রাখল সিএসকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২২ ২২:২৫
ফের সিএসকের সংসারে ফিরলেন ডুপ্লেসি।

ফের সিএসকের সংসারে ফিরলেন ডুপ্লেসি। —ফাইল চিত্র

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে চেন্নাই সুপার কিংসের মালিক কিনেছে জোহানেসবার্গ দল। সেই দলের হয়েই খেলবেন মইন আলি, ফ্যাফ ডুপ্লেসি, মহেশ থিকশানারা। ডুপ্লেসি এক সময় আইপিএলে চেন্নাই দলের হয়ে খেললেও এখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক।

মহেন্দ্র সিংহ ধোনির দলে এখনও খেলেন মইন এবং থিকশানা। সেই সঙ্গে জোহানেসবার্গ দলে নেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের রোমারিয়ো শেফার্ড এবং দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজিকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গুয়েনা আমাজন ওয়ারির্সের হয়ে নজর কেড়েছিলেন। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন তিনি। কোয়েটজির এখনও দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয়নি। তাঁকে দলে নেওয়ার কথা বলেছিলেন ডুপ্লেসি।

চেন্নাই সুপার কিংসের সিইও কেএস বিশ্বনাথন বলেন, ‘‘আইপিএলে ১০ বছর ধরে চেন্নাই দলের অন্যতম সদস্য ছিলেন ডুপ্লেসি। আমাদের দলের হয়ে ধারাবাহিক ভাবে রান করেছিল ও। আইপিএলে নিতে পারিনি ডুপ্লেসিকে। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে সেই সুযোগ খুঁজছিলাম। সুপার কিংস দলে ডুপ্লেসিকে পেয়ে আমরা খুশি।’’

আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে এই প্রতিযোগিতা হওয়ার কথা। দক্ষিণ আফ্রিকা সেই কারণে অস্ট্রেলিয়া সফর বাতিল করেছে।

CSK Johannesburg Moeen Ali Faf Du Plessis Maheesh Theekshana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy