আইপিএল-এ তাঁর ফর্ম নিয়ে দেদার সমালোচনা হয়েছিল। এমনকি সানরাইজার্স হায়দরাবাদ তাদের প্রথম একাদশ থেকে বাদ দিয়ে দেয় অধিনায়ক হিসাবে দলকে ট্রফি এনে দেওয়া ডেভিড ওয়ার্নারকে। তিনিও জানিয়ে দেন, সামনের মরসুমে আর হায়দরাবাদের হয়ে খেলবেন না। অথচ সেই ওয়ার্নারই হয়ে গেলেন বিশ্বকাপের সেরা ক্রিকেটার। সেমিফাইনাল ও ফাইনালে বড় রান এল তাঁর ব্যাটে। আর সেই কারণে ম্যাচ শেষে সমালোচকদের কড়া জবাব দিলেন ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার।
ফাইনালের পরে টুইটারে ওয়ার্নারের একটি ছবি প্রকাশ করেন ক্যান্ডিস। ক্যাপশনে তিনি লেখেন, ‘ফর্মের বাইরে, বুড়ো ও শ্লথ! তোমাকে শুভেচ্ছা।’