ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে হার যুব ভারতের। রুদ্ধশ্বাস ম্যাচে তিন বল বাকি থাকতে মাত্র এক উইকেটে জেতে ইংল্যান্ড।
প্রথমে ব্যাট করে ২৯০ রানে অলআউট হয় ভারত। ৩৪ বলে ৪৫ রানের ইনিংস খেলে ফিরে যান বৈভব সূর্যবংশী। মোট পাঁচটি চার ও তিনটি ছক্কার সৌজন্যে এই ইনিংস সাজান তিনি। দিনের প্রথম বলে আউট হন অধিনায়ক আয়ুষ মাত্রে। তবুও ভারত ২৯১ রানের লক্ষ্য রাখে ইংল্যান্ডের সামনে। দলের সর্বোচ্চ রান বিহান মলহোত্রের (৪৯) ব্যাটে। জবাবে নতুন বলে দুরন্ত শুরু করেন বাংলার যুধাজিৎ গুহ। দু’টি উইকেট নেন তিনি। কিন্তু ভারতকে জেতাতে পারলেন না বোলাররা। মাত্র ৮৯ বলে ১৩১ রান করেন ইংল্যান্ডের অধিনায়ক টমাস রিউ। অ্যান্ড্রু ফ্লিন্টফ-পুত্র রকি ফ্লিন্টফ করেন ৩৯ রান। ১২ বলে অপরাজিত ২০ রান সেবাস্টিয়ান মর্গ্যানের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)