ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্তে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারবেন না মুস্তাফিজুর রহমান। শনিবার বোর্ডের নির্দেশ পাওয়ার পরই বাংলাদেশি জোরে বোলারকে দল থেকে বাদ দিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। আইপিএল খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় প্রকাশ্যে তেমন কিছু জানাননি মুস্তাফিজুর। তবে তাঁর হতাশার কথা জানিয়েছেন এক সতীর্থ।
রংপুর রাইডার্সের হয়ে এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলছেন মুস্তাফিজুর। ভাল ফর্মেও রয়েছেন অভিজ্ঞ বাঁহাতি জোরে বোলার। রবিবার দলকে বল হাতে জয় এনে দিয়েছেন ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে। আইপিএলের প্রভাব তাঁর পারফরম্যান্সে পড়ছে না। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানও উচ্ছ্বসিত মুস্তাফিজুরকে নিয়ে। রবিবার ম্যাচের পর তিনি বলেছেন, ‘‘আমাদের কাছে মুস্তাফিজুর একজন বিশ্বমানের বোলার। আমাদের হয়ে দীর্ঘ দিন ধরে খেলছে। দলের প্রত্যেকের ভরসা রয়েছে ওর উপর। মুস্তাফিজুরের পারফরম্যান্সে আমরা সকলে খুশি। ওকে নিয়ে এর চেয়ে বেশি আর কী বলব?’’
আইপিএল খেলার সুযোগ এ ভাবে হাতছাড়া হওয়ার পর কেমন আছেন মুস্তাফিজুর? কী করছেন? সোহান বলেছেন, ‘‘মুস্তাফিজুর একদম স্বাভাবিক রয়েছে। কেকেআরের হয়ে খেলার সুযোগ নষ্ট হওয়ায় একটা হতাশা থাকতে পারে। মুস্তাফিজুর যে জায়গায় পৌঁছেছে, ও তার যোগ্য। আমি বলব, আরও বেশি কিছু ওর প্রাপ্য ছিল। মুস্তাফিজুরের মন-মেজাজ ঠিক আছে।’’
মুস্কাফিজুরকে নিয়ে যে বিতর্ক চলছে, তার মধ্যে ঢুকতে চাননি রংপুর অধিনায়ক। সোহান বলেছেন, ‘‘সত্যি বলতে, আমি সমাজমাধ্যমে খুব একটা সক্রিয় নই। সত্যিই জানি না, কে কী বলছেন বা কোথায় কী হচ্ছে। তবে অনেকে বিষয়টা নিয়ে কথা বলছেন। কিছু কিছু কানে আসছে। মুস্তাফিজুরের খারাপ লাগা অস্বাভাবিক নয়। তবে বাংলাদেশের জন্য নিজের সেরাটা দিতে সব সময় প্রস্তুত থাকে। আমি ওকে বেশ শান্তই দেখছি।’’
আরও পড়ুন:
রবিবার দলকে জেতানোর পর সমাজমাধ্যমে ছোট প্রতিক্রিয়া দিয়েছেন মুস্তাফিজুর। তিনি লিখেছেন, ‘‘গুরুত্বপূর্ণ সময় দলকে সাহায্য করতে পেরে আমি খুশি। জয়ে অবদান থাকায় ভাল লাগছে। আমাদের পরের ম্যাচের দিকে তাকাতে হবে।’’ গত শুক্রবার টি-টোয়েন্টি ক্রিকেটে একটি নজির গড়েছেন বাঁহাতি জোরে বোলার। বিশ্বের দ্রুততম জোরে বোলার হিসাবে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।