একের পর এক টেস্ট সিরিজ়ে ব্যর্থতার জন্য ঘুরিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকেই (বিসিসিআই) দুষছেন শুভমন গিল। পর্যাপ্ত প্রস্তুতি এবং বিশ্রামের অভাবকেই ব্যর্থতার জন্য দায়ী করেছেন তিনি। টেস্ট সিরিজ়গুলির আগে অন্তত ১৫ দিনের প্রস্তুতি শিবির করার কথা বলেছেন শুভমন।
লাল বলের ক্রিকেটে ভারতীয় দল আগের মতো দাপট দেখাতে পারছে না। নিউ জ়িল্যান্ডের কাছে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজ় হারার পর দক্ষিণ আফ্রিকার কাছেও ০-২ ব্যবধানে হারতে হয়েছে। অস্ট্রেলিয়া সফরেও প্রত্যাশামতো পারফর্ম করতে পারেনি ভারতীয় দল। শুধু ইংল্যান্ড সফর থেকে সিরিজ় ড্র করে ফিরেছেন এবং দুর্বল ওয়েস্ট ইন্ডিজ়কে হারাতে পেরেছেন শুভমনেরা। এ ছাড়া একের পর এক সিরিজ়ে ব্যর্থতার পর টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের খেলার মান নিয়েও প্রশ্ন উঠেছে। সাদা বলের ক্রিকেটের ঠাসা সূচির মাঝে টেস্ট সিরিজ়ে ভাল ফলের জন্য প্রস্তুতির উপর গুরুত্ব দিয়েছেন শুভমন।
টেস্ট ক্রিকেটের ফল নিয়ে উদ্বিগ্ন বিসিসিআই কর্তারা কিছু দিন আগে বৈঠক করেন জাতীয় নির্বাচক এবং ভারতীয় দলের কোচ, সাপোর্ট স্টাফ এবং সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে। সফল্যের রাস্তা খুঁজতেই আলোচনায় বসেন বোর্ড কর্তারা। সেই বৈঠকেই প্রস্তুতির উপর গুরুত্ব দিয়েছেন শুভমন। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘শুভমন একটা কথা খুব পরিষ্কার করে বলেছে। সেটা হল, টেস্ট সিরিজ়ের আগে দলের প্রস্তুতি আরও ভাল হওয়া দরকার। গত মরসুমে দল টেস্টের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়নি। এটা ঠিক। শুভমন প্রস্তাব দিয়েছে, প্রতিটি টেস্ট সিরিজ়ের আগে অন্তত ১৫ দিনের প্রস্তুতি শিবিরের ব্যবস্থা করতে।’’
গত এশিয়া কাপের চার দিন পরই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে হয় ভারতীয় দলকে। গত ২৯ সেপ্টেম্বর শুভমনেরা দুবাই থেকে ফিরেছিলেন। আর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হয়েছিল গত ২ অক্টোবর থেকে। আবার অস্ট্রেলিয়ায় সাদা বলের সিরিজ় খেলে ফেরার চার দিনের মাথায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলতে নামতে হয় ভারতীয় দলকে। এমন ঠাসা সূচির ফলে ক্রিকেটারেরা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না। ন্যূনতম ‘রিকভারি টাইম’ পাচ্ছেন না ক্রিকেটারেরা। এই বিষয়টিও বোর্ডের বৈঠকে উল্লেখ করেছেন শুভমন।
বোর্ডের ওই কর্তা আরও বলেছেন, ‘‘শুভমন ভাল ক্রিকেটের উপর গুরুত্ব দিয়েছে। নির্বাচক এবং কর্তাদের সামনে খোলাখুলি মতামত জানিয়েছে। ওর প্রস্তাবগুলো খোলা মনে বিবেচনা করা হচ্ছে। রোহিত শর্মার পর আমাদের একজন শক্ত মানসিকতার অধিনায়ক প্রয়োজন ছিল। শুভমনের মধ্যে সেই ছাপ দেখা যাচ্ছে। টেস্ট এবং এক দিনের দলের নেতৃত্ব এখন শুভমনের কাঁধে। ওর মতামতকে গুরুত্ব দিতেই হবে।’’
কিন্তু ঠাসা সূচির মধ্যে কী ভাবে প্রতিটি টেস্ট সিরিজ়ের আগে প্রস্তুতি শিবিরের জন্য ১৫ দিন সময় বার করা সম্ভব? ওই কর্তা বলেছেন, ‘‘এখন সূচি পরিবর্তন করা কঠিন। কোচ গৌতম গম্ভীর সাদা বলের সিরিজ়ে ব্যস্ত থাকলেও আমরা প্রস্তুতি শিবির করব। সে ক্ষেত্রে সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণকে ব্যবহার করা হতে পারে লাল বলের প্রস্তুতির জন্য। যে ক্রিকেটারেরা শুধু টেস্ট খেলে বা সাদা বলের সিরিজ়ের দলে থাকবে না, তাদের নিয়ে শিবির করবেন লক্ষ্মণ।’’
আরও পড়ুন:
শুভমনকে সমর্থন করেছেন একাধিক সাপোর্ট স্টাফ এবং নির্বাচক। ভবিষ্যতের সূচি তৈরির ক্ষেত্রেও শুভমনের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন ওই বোর্ড কর্তা। ক্রিকেটারদের চাপ কমানোর কথাও ভাবা হবে।