Advertisement
০৫ মে ২০২৪
Devang Gandhi

দিল্লির রঞ্জি দলের কোচ বাংলার দেবাং

রঞ্জি ট্রফিতে অন্যতম শক্তিশালী দল দিল্লি। নবদীপ সাইনি, নীতীশ রানার মতো ক্রিকেটারদের এ বার প্রশিক্ষণ দিতে হবে তাঁকে।

দায়িত্ব: নতুন যাত্রা উপভোগ করবেন দেবাং।

দায়িত্ব: নতুন যাত্রা উপভোগ করবেন দেবাং। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ০৮:০৮
Share: Save:

বাংলার অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে এত দিন কাজ করেছেন দেবাং গান্ধী। এ বার দিল্লির রঞ্জি ট্রফি দলের কোচ হিসেবে দায়িত্ব নিলেন তিনি। শনিবার সরকারি ভাবে তা ঘোষণা করল ডিডিসিএ।

রঞ্জি ট্রফিতে অন্যতম শক্তিশালী দল দিল্লি। নবদীপ সাইনি, নীতীশ রানার মতো ক্রিকেটারদের এ বার প্রশিক্ষণ দিতে হবে তাঁকে। শোনা যাচ্ছে, ঋষভ পন্থও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে দিল্লি দলের হয়ে ম্যাচ খেলবেন। দেবাংয়ের কাজটি যে সহজ হবে না তা পরিষ্কার। প্রাক্তন ভারতীয় নির্বাচক বলছিলেন, ‘‘দিল্লির কোচ হিসেবে এই যাত্রা নিঃসন্দেহে উপভোগ করব। রঞ্জি ট্রফিতে অন্যতম শক্তিশালী দলের কোচ হিসেবে যুক্ত হচ্ছি। আশা করি, আমার প্রশিক্ষণে দিল্লি আরও উন্নতি করবে।’’ যোগ করেন, ‘‘নতুন এই দায়িত্ব উপভোগ করতে চাই। বাংলার অনূর্ধ্ব-১৯ দলেও মরিয়া ভাবে চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার। দিল্লির হয়েও আমার মনোভাব পাল্টাবে না।’’

দেবাং আরও বলেছেন, ‘‘দিল্লিতে একাধিক ভাল ক্রিকেটারেরা আছে। তাদের সঙ্গে এ বার কাজ করব। চাইব দিল্লি থেকে ভারতীয় দলে আরও ক্রিকেটার উঠে আসুক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Devang Gandhi Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE