জিতল ইংল্যান্ড। ছবি রয়টার্স
প্রথম এক দিনের ম্যাচে হারলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। প্রোটিয়াদের হারিয়ে দিল ১১৮ রানে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংরেজ বোলারদের দাপটে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে গেল ৮৩ রানে। আগামী রবিবার লিডসে ‘ফাইনাল’ খেলতে নামবে দুই দল।
ম্যাঞ্চেস্টারে শুক্রবার প্রবল বৃষ্টির কারণে খেলা শুরু হতে প্রায় চার ঘণ্টা দেরি হয়। শেষে ম্যাচ কমে দাঁড়ায় ২৯ ওভারের। টি-টোয়েন্টির ধাঁচে শুরু করতে গিয়ে অবশ্য বিপদে পড়ে যায় ইংল্যান্ড। ৭২ রানে তাদের পাঁচ উইকেট পড়ে যায়। অ্যান্ডিল ফেলুকায়োর বদলে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে নিয়েছিল ডোয়েন প্রিটোরিয়াসকে। ভাল বল করলেন তিনি।
On to Leeds for the decider 🙌
— England Cricket (@englandcricket) July 22, 2022
🏴 #ENGvSApic.twitter.com/sBdvdprawK
ফিল সল্ট (১৭), জো রুট (১), জনি বেয়ারস্টো (২৮) সাত বলের ব্যবধানে ফিরে যান। লিয়াম লিভিংস্টোন (২৬ বলে ৩৮) এবং স্যাম কারেনের (১৮ বলে ৩৫) দাপটে ভাল জায়গায় পৌঁছে যায় ইংল্যান্ড। নির্ধারিত ওভারে ২০১ রান তোলে তারা।
জবাবে দক্ষিণ আফ্রিকা আরও খারাপ অবস্থার মধ্যে পড়ে। ডেভিড উইলি এবং রিসি টপলির দাপটে ছ’রানে চার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি তারা। হেনরিখ ক্লাসেন (৩৩) একা লড়াই দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন আদিল রশিদ। দু’টি করে উইকেট মইন আলি এবং টপলির।