Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Ashes Series

Ashes 2021-22: অ্যাশেজে বিপর্যয় ইংল্যান্ডের, অধিনায়ক কামিন্সের ৫ উইকেটে ১৪৭ রানে শেষ রুটরা

অ্যাশেজের শুরুতেই মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং। প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রানে শেষ হয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস।

বল হাতে জ্বলে উঠলেন অজি অধিনায়ক কামিন্স

বল হাতে জ্বলে উঠলেন অজি অধিনায়ক কামিন্স ছবি: টুইটার থেকে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২১ ১০:২২
Share: Save:

অ্যাশেজের শুরুতেই মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং। বল হাতে জ্বলে উঠলেন অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর ৫ উইকেটের দাপটে ব্রিসবেনে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রানে শেষ হয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। কিন্তু প্রথম বলেই ররি বার্নসকে বোল্ড করেন মিচেল স্টার্ক। সেই শুরু। তার পর থেকে নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়তে থাকে। দাউইদ মালান ৬ রান করে জশ হ্যাজলউডের বলে আউট হন। শূন্য রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক রুট। কামিন্সের প্রথম শিকার হন অলরাউন্ডার বেন স্টোকস।

ওপেনার হাসিব হামিদ ও ওলি পোপ জুটি বেঁধে দলের রানকে কিছুটা এগিয়ে নিয়ে যান। ২৫ রানের মাথায় হাসিবকে আউট করেন কামিন্স। ৬০ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। নীচের দিকে জশ বাটলার, ক্রিস ওকসরা রান না পেলে আরও খারাপ হাল হত রুটদের।

পোপ ৩৫, বাটলার ৩৯ এবং ওকস ২১ করে আউট হন। বাকিরা কেউ রান পাননি। ইংল্যান্ডের শেষ তিনটি উইকেট নেন কামিন্স। মাত্র ৫০.১ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অধিনায়ক হিসেবে অভিষেকে ৫ উইকেট নিলেন কামিন্স। স্টার্ক ও হ্যাজলউড ২টি করে ও ক্যামেরন গ্রিন ১টি উইকেট নেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE