Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Bangladesh

T20 World Cup 2021: জেতার জন্য মরিয়া ইংল্যান্ড, সুযোগের সদ্ব্যবহার করতে চায় বাংলাদেশও

ইংল্যান্ড প্রথম ম্যাচ জিতলেও, হার দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। তবু শাকিব আল হাসানদের বিরুদ্ধে নামার আগে বেশ সতর্ক বাটলাররা।

মুখোমুখি ইংল্যান্ড এবং বাংলাদেশ।

মুখোমুখি ইংল্যান্ড এবং বাংলাদেশ। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ১৩:২১
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট জয়ের পর এ বার সামনে বাংলাদেশ। ইংল্যান্ডের উইকেটরক্ষক জস বাটলার জয়ের ধারা ধরে রাখতে চাইছেন বুধবারের ম্যাচেও। ক্যারিবিয়ানদের ৫৫ রানে অলআউট করে দিয়েছিলেন বাটলাররা। বাংলাদেশেকে যদিও শক্তিশালী টিম বলেই মনে করছে ইংল্যান্ড

ইংল্যান্ড প্রথম ম্যাচ জিতলেও, হার দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। তবু শাকিব আল হাসানদের বিরুদ্ধে নামার আগে বেশ সতর্ক বাটলাররা। ইংল্যান্ডের উইকেটরক্ষক বলেন, “জয়ের ধারা বজায় রাখা খুব জরুরি। প্রতিযোগিতা যে ভাবে এগোচ্ছে তাতে খুব বেশি ভুল করার জায়গা নেই। প্রথম ম্যাচের জয় থেকে আমরা বেশ কিছুটা আত্মবিশ্বাসী। এই ম্যাচেও জিততে চাইব আমরা। বাংলাদেশের দল শক্তিশালী, খুব ভয়ঙ্কর দল ওদের। অভিজ্ঞতা রয়েছে ওদের, কঠিন প্রতিপক্ষের সামনাসামনি হব আমরা।”

শাকিবদের বিরুদ্ধে নামার আগে সব রকম কী ধরনের পরিকল্পনা করছেন বাটলাররা? তিনি বলেন, “আমরা অবশ্যই বিপক্ষের ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা করি। সেই সঙ্গে আমরা নিজেদের খেলার দিকেও নজর রাখছি। আরও উন্নতি করার চেষ্টা করছি। সব কিছু ঠিকঠাক চললে আত্মবিশ্বাসও বাড়বে। সাফল্যের সেটাই চাবিকাঠি।”

যোগ্যতা অর্জন পর্বের মতো বিশ্বকাপের মূল পর্বেও প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ। শাকিবদের বোলিং কোচ ওটিস গিবসন বলেন, “আমরা জানি ইংল্যান্ড শক্তিশালী দল। এই ম্যাচ জিততে হলে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। তবে বোলার এবং ব্যাটারদের সঙ্গে কথা বলেছি, ওদের অতিরিক্ত চাপ নিতে বারণ করেছি। ধাক্কা আসবে, সেটা সামলে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। সুযোগ এলে তার সদ্ব্যবহার করতে হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh Shakib Al Hasan Jos Buttler England
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE