একমাত্র টেস্টে জ়িম্বাবোয়েকে ইনিংসে হারিয়েছে ইংল্যান্ড। সেই ম্যাচেই হ্যারি ব্রুকের একটি ক্যাচ নিয়ে হইচই ক্রিকেটবিশ্বে। প্রশ্ন উঠেছে, এটাই কি টেস্টের ইতিহাসে স্লিপে নেওয়া সেরা ক্যাচ? সতীর্থের ক্যাচ দেখে অবাক হয়ে গিয়েছেন অধিনায়ক বেন স্টোকসও।
জ়িম্বাবোয়ের দ্বিতীয় ইনিংসের ৪৮তম ওভারে ঘটনাটি ঘটেছে। ওয়েসলি মাধেভেরে ব্যাট করছিলেন। অফ স্টাম্পে জোরে বল করেছিলেন স্টোকস। মাধেভেরে বুঝতেই পারেননি। যতটা আশা করেছিলেন তার থেকে বেশি বাউন্স হয়। বল তাঁর ব্যাটে খোঁচা লেগে দ্বিতীয় স্লিপের দিকে উড়ে যায়।
দ্বিতীয় স্লিপে দাঁড়িয়েছিলেন ব্রুক। বল তাঁর মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল। সেই সময়ই লাফিয়ে ডান হাতে ক্যাচ ধরেন ব্রুক। বল তালুবন্দি করার পর তিনি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না। অবাক হয়ে মাথায় হাত দেন স্টোকসও। সতীর্থেরা এসে ব্রুকের পিঠ চাপড়ে দিতে থাকেন।
আরও পড়ুন:
টেস্টে স্লিপে ফিল্ডিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টোকস নিজেই স্লিপে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়েছেন। তাঁর সতীর্থ জো রুটও স্লিপে ভাল ফিল্ডিং করেন। ভারত সিরিজ় শুরুর আগে ইংল্যান্ড দেখিয়ে দিয়েছে, স্লিপ থেকে ক্যাচ গলার সম্ভাবনা কম।
জ়িম্বাবোয়ের বিরুদ্ধে আগে ব্যাট করে জ়াক ক্রলি, বেন ডাকেট এবং অলি পোপের শতরানের সৌজন্যে ৫৬৫/৬ তুলে ডিক্লেয়ার করে দিয়েছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে জ়িম্বাবোয়ে ২৬৫ তোলার পর তাদের ফলো-অন করতে পাঠান স্টোকস। দ্বিতীয় ইনিংসে জ়িম্বাবোয়ে ২৫৫ রান তোলে। হেরেছে ইনিংস এবং ৪৫ রানে।